আন্তর্জাতিক ডেস্ক : স্টিলের হাঁড়িতে মাথা ঢুকিয়ে দেওয়ার পর আর বের করতে না পেরে দু'র্বি'পাকে পড়ে শিশু। খেলার ছলেই ভারতের রাজস্থানের একটি গ্রামে তিন বছর বয়সী ওই শিশুর মাথাটি আ'ট'কে যায় স্টিলের পাত্রে।
মাথা বের করতে না পেরে চিৎ'কা'র করে কেঁদে পাড়া মাথায় তোলে সে। অবশেষে গ্রামবাসীদের সাহায্যে বাসন কেটে বের করা হয় ওই শিশুকে। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাঁড়ির মতো ওই পাত্রে মাথা আ'ট'কে যাওয়ায় চিৎ'কার করে কাঁ'দছে শিশুটি।
জালোর গ্রামের বাসিন্দা ওই শিশু। শিশুটিকে এমন বে'গ'তি'ক অবস্থায় পড়তে দেখে ত'ড়িঘ'ড়ি উ'দ্ধা'রে এগিয়ে আসেন গ্রামবাসীরা। তারাই ধা'রা'লো অ'স্ত্র দিয়ে আ'স্তে আ'স্তে বাসনটি কা'টার চেষ্টা করেন। শিশুটিকে উ'দ্ধা'র করতে প্রায় আধ ঘণ্টা সময় লাগে।
এক গ্রামবাসী জানান, আমাদের পক্ষে ওই বাসন কেটে বাচ্চাকে সুস্থভাবে বের করা খুবই কঠিন কাজ ছিল। বাচ্চার শ্বা'সপ্র'শ্বা'স ব'ন্ধ হয়ে যাওয়ার সমূহ আ'শ'ঙ্কা ছিল। তবে এখন শিশুটি নি'রাপ'দেই রয়েছে।