শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০২:১৬:১৯

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি

আন্তর্জতিক ডেস্ক : গত ১১ ডিসেম্বর বুধবার ফ্রান্সের রাজধানীর প্যারিসের উপকণ্ঠে ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনে স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে আরইআরডিতে চলমান ট্রেনেই সন্তান প্রসব করেন এক নারী। সেখানের গণমাধ্যম দ্যা লোকাল ফ্রান্স সূত্রে জানা যায়, প্যারিসের গ্যার দ্যু লিয়ন স্টেশন থেকে আরইআরডিতে উঠেছিল ঐ নারী, ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যেতেই তার প্রসব বেদনা শুরু হয়।

এ সময় আশেপাশে কোন স্টেশন না থাকায় ঐ নারীর পাশে দাঁড়ায় অন্য নারী যাত্রীরা এবং ট্রেনের স্টাফরা। পরে আরইআরডি ট্রেনটি প্যারিস থেকে ১৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ভিলনেভ সেন্ট জজ স্টেশনে দ্রুত থামানো হয়। সেখানে ফ্রান্স ফায়ার সার্ভিসের নারী সদস্যরা ওই নারীকে দ্রুত নামানো মাত্রই ভিলেনিউভ-সেন্ট-জর্জেস স্টেশনেই কন্যা শিশুর জন্ম দেয় এ নারী।

এদিকে সন্তান জন্ম দেয়ার সাথে সাথে স্টেশনে ঐ নবজাতকের আজীবন ভ্রমণ ফ্রি ঘোষণা করা হয় এবং অভিনন্দন জানানো হয়।

এ ব্যাপারে এসএনসিএফের এক মুখপাত্র বলেন, ‘আমাদের একটি নতুন গ্রাহক হয়েছে এবং আমরা এ নবজাতকে স্বাগত জানাতে চাই। এ ঘটনায় ফ্রান্সের নিয়ম অনুযায়ী প্যারিসের পরিবহন সংস্থা আরএটিপি, আরইআর এবং এসএনসিএফ কর্তৃপক্ষ এ নবজাতকের জন্য পুরস্কার স্বরূপ আজীবন সম্পূর্ণ যাতায়াত ফ্রি ঘোষণা করেন।’ তাছাড়া এর আওতায় আরএটিপির আওতাধীন সকল বাস, ট্রেন ও ট্রামে ঐ শিশু বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে