শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৮:৩৩

'মুসলিম-বি'রো'ধী নাগরিকত্ব বিল মানবেন না' ঐক্যবদ্ধ ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী

'মুসলিম-বি'রো'ধী নাগরিকত্ব বিল মানবেন না' ঐক্যবদ্ধ ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সং'শো'ধনী বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা পরিণত হয়েছে আইনে। সংসদে বিলটিকে আ'ট'কাতে না পারলেও, এবার ঘুরপথে নাগরিকত্ব সং'শো'ধনী আইন আ'ট'কাতে চাইছে বি'রো'ধীরা। 

ইতিমধ্যেই, অবিজেপি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, তারা নাগরিকত্ব আইন মানবেন না। শুরু থেকেই নাগরিকত্ব বিল এবং এনআরসির বি'রো'ধিতায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনিই প্রথম ঘোষণা করেন, বাংলায় নাগরিকত্ব আইন এবং এনআরসি চালু হতে দেবেন না। মমতার সুরেই সুর মিলিয়েছেন কংগ্রেস শা'সি'ত ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আগেই জানিয়েছিলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া আইন তিনি সমর্থন করেন না। পাঞ্জাবে সিএবি চালু হবে না। শুক্রবার একই সুরে কথা বলেছেন আরও দুই কংগ্রেস শা'সি'ত রাজ্য ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দুই মুখ্যমন্ত্রী। 

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের কথায়, “আমাদের অবস্থান একেবারেই আলাদা নয়। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যা ঠিক করেছে সেটাই হবে।” একই কথা বলছেন কমল নাথও। কমল বলেন “আমরা এমন কোনও প্রক্রিয়ার অংশ হতে চাই না, যেটা বি'চ্ছি'ন্নতবা'দের বীজ বপন করছে। আমারা এআইসিসির সিদ্ধান্তই মেনে চলব।” 

উল্লেখ্য, এআইসিসি ইতিমধ্যেই এই বিলের বি'রো'ধিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এই চার মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাম শা'সি'ত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সাফ জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে সিএবি চালু হবে না। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে