শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৮:০৩

নাগরিকত্ব বিল জোর করে চাপানো সর্বকালের সেরা মূর্খামি : বলিউড অভিনেতা

নাগরিকত্ব বিল জোর করে চাপানো সর্বকালের সেরা মূর্খামি : বলিউড অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সং'শো'ধনী বিল নিয়ে কার্যত অ'গ্নিগ'র্ভ আসাম। ডিব্রুগড়ে কারফিউ শিথিল হলেও গুয়াহাটিতে জারি হয়েছে এখনও। বি'ক্ষো'ভ, আন্দোলন, গণ অ'ন'শ'নে উ'ত্ত'প্ত গোটা রাজ্য। কিন্তু সেসব উপেক্ষা করেই বিল নিয়ে বি'রো'ধি'তায় নেমেছে আসামবাসী। পিছিয়ে নেই বুদ্ধিজীবীরাও। 

নাগরিকত্ব বিলের বি'রো'ধিতায় পথে নেমেছেন তারাও। আসামের এই পরিস্থিতি নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করেছেন প্রখ্যাত বলিউড অভিনেতা আদিল হুসেন। যিনি আসামের ভূমিপুত্র। সোমবার লোকসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অ'সন্তো'ষ দেখা দিয়েছে। 

বি'রো'ধীতা করে আদিল হুসেন নাগরিকত্ব বিলকে সর্বকালের সেরা মূ'র্খ'তার তকমা সেঁটেছেন। টুইটারে বেশ কয়েকটা টুইটে আদিল উষ্মা প্রকাশ করেছেন বিলটি নিয়ে। এই বিলটি মানুষের মৌলিক পরিচয়কেও হ'ত্যা করছে বলে অভিমত বলিউড অভিনেতার।

আদিল হুসেনের মত, “আসাম খুব ক'ষ্টে আছে। দীর্ঘ সময় ধরে চলা অচলাবস্থা কাটিয়ে আসাম সদ্য স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে আমাদের নেতা-মন্ত্রীরা আসামের জটিল পরিস্থিতি এবং সাংস্কৃতিক কাঠামোর ব্যাপারে বুঝতে ব্য'র্থ হয়েছেন। তাই নাগরিকত্ব বিল জো'র করে চা'পিয়ে দেওয়া সরকারের সর্বকালের সেরা মূ'র্খ'তা ছাড়া আর কিছুই নয়।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে