শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯, ১০:১৮:২৮

ভারতের নতুন নাগরিকত্ব বিল মুসলিমদের প্রতি ‘বৈ'ষ'ম্যমূলক’: জাতিসংঘ

ভারতের নতুন নাগরিকত্ব বিল মুসলিমদের প্রতি ‘বৈ'ষ'ম্যমূলক’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে উ'ত্তা'ল ভারত। এই আইনের প্র'তিবা'দে সরব বিভিন্ন মহল। এবার মোদি সরকারের এই আইন নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করল জাতিসংঘ। এই আইন মুসলিমদের প্রতি 'বৈ'ষ'ম্যমূলক' বলে জতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।

শুক্রবার জেনেভায় এই সাংবাদিক বৈঠকে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত দপ্তরের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘ভারতের নতুন নাগরিকত্ব সং'শো'ধনী আইন চরিত্রগতভাবে বৈ'ষ'ম্যমূলক। এই আইন নিয়ে আমরা চি'ন্তি'ত।’

তিনি আরও বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্ট এই আইন খতিয়ে দেখতে চলেছে। এই আইন পর্যালোচনায় আন্তর্জাতিক মানবাধিকার র'ক্ষায় ভারতের দা'য়ব'দ্ধতার প্রসঙ্গটিও আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আমাদের প্রত্যাশা।’

নয়া নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে সারা ভারত উ'ত্তা'ল। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে আসাম এবং ত্রিপুরায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। উত্তরপূর্বের আর এক রাজ্য মেঘালয়ের পরিস্থিতিও ক্র'ম'শ ঘো'রা'ল হচ্ছে। গোটা পরিস্থিতিতে এমনিতেই অ'স্ব'স্তিতে মোদী সরকার। এর মধ্যে কেন্দ্রের অ'স্ব'স্তি বাড়াল জাতিসংঘ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে