শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:১২:২২

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জেলায় জেলায় বি'ক্ষোভ, সড়ক ও রেলপথ অব'রো'ধ

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জেলায় জেলায় বি'ক্ষোভ, সড়ক ও রেলপথ অব'রো'ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বি'ক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক ও রেল অব'রো'ধ করে বি'ক্ষোভ'কারীরা, ফলে দু'র্ভোগে পড়তে হয় মানুষজনকে।

পুলিশ জানায়, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলা এবং হাওড়াতেও বিভিন্ন জায়গায় অ'ব'রোধ হয়। উত্তর ও দক্ষিণবঙ্গকে সংযোগকারী মূল রাস্তা জাতীয় ৩৪ নম্বর হাইওয়ে অ'বরো'ধ করে বি'ক্ষোভ হয়। প্র'তিবাদ আ'ন্দোলন হয় মুর্শিদাবাদেও। জেলার কয়েকটি সড়ক অ'বরো'ধ করে বি'ক্ষোভ'কারীরা। হাওড়া জেলার ডোমজুড় এলাকায় বি'ক্ষোভকা'রীদের টায়ার জ্বালিয়ে বি'ক্ষো'ভ দেখায়।

এদিকে, নাগরিকত্ব বিল নিয়ে বি'ক্ষোভ চলাকালীন হাওড়ায় বেশ কয়েকটি গাড়ি ভা'ঙচুর করা হয় এবং অ'বরো'ধ করা হয় জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুধু সড়ক পথই নয়, নাগরিকত্ব আইন বাংলায় প্রয়োগ করতে দেওয়া হবে না এই দাবি করে পূর্ব রেলওয়ের শিয়ালদহ-হাসনাবাদ শাখার বেশ কয়েকটি রেল স্টেশনে দফায় দফায় ট্রেন অ'বরো'ধ করা হয়। রেল সূত্রে জানা গেছে, সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ রেল অ'বরো'ধ করা হয় শণ্ডালিয়া,কাকড়া ও মির্জাপুর স্টেশনগুলিতেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে