সান্তা সাজলেই জেল!
আন্তর্জাতিক ডেস্ক : গোটা দুনিয়া যখন বড়দিনের প্রস্তুতিতে মেতে উঠেছে, ঠিক তখন শোনা গেল এশিয়ারই একটি দেশে সান্তা সাজলেই চূড়ান্ত বিপদে পড়ার আশঙ্কা রয়েছে| আর সেই আশঙ্কাটি হলো কেউ সান্তা সাজলে বা সান্তা টুপি পরে তাহলে গ্রেফতার করা হতে পারে! বোর্নিও দ্বীপপুঞ্জের ছোট্ট একটি দেশ ব্রুনেই| যাকে চারদিকে থেকে ঘিরে রেখেছে মালয়েশিয়া| ছোট্ট ওই দেশটির জনসংখ্যা মাত্র ৪ লক্ষ ৩০ হাজার| যার মধ্যে ৭৮ শতাংশই মুসলিম| কিন্তু সান্তা সাজলে গ্রেফতার হতে হবে-এরকম আজব আইন কেন? সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
কারণ, সে দেশের সংস্কৃতি মন্ত্রক ঘোষণা করেছে, খ্রিস্টানদের যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা খ্রিস্টিয় পোশাক-টুপি পরা অপরাধ বলে গণ্য করা হবে| ব্রুনেই-এর ওই আইন ২০১৩ সাল থেকে চালু| সে দেশের মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশ খ্রিস্টান|
২৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�