শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮:০৩

মাত্র দুই ঘণ্টায় ১২৩ টুইট, নতুন রেকর্ড গড়লেন ডোনাল্ড ট্রাম্প

মাত্র দুই ঘণ্টায় ১২৩ টুইট, নতুন রেকর্ড গড়লেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ১২৩ বার টুইট করে রেকর্ড করেছেন তিনি। অ'ভিশং'সনের চূ'ড়া'ন্ত অ'ভিযো'গ গঠনের পরই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা শুরু করেন ট্রাম্প। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের হাউস জুডিশিয়ারি কমিটিতে তার বি'রু'দ্ধে চূ'ড়া'ন্ত অ'ভিশং'সন অ'ভিযো'গ গঠনের প্র'তিবা'দে এতগুলো টুইট করেন ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্পের বি'রু'দ্ধে চূ'ড়া'ন্ত অ'ভিযো'গ গঠন করা হয়।

এক টুইটে তিনি বলেন, ‘আমি যেখানে কোনো ভু'লই করিনি, সেখানে আমাকে অ'ভিশং'সিত করা মোটেও উচিত কাজ নয়! ডেমোক্র্যাট ও উ'গ্র বা'মপ'ন্থীরা দিন দিন ঘৃ'ণা ছ'ড়া'নোর দলে পরিণত হচ্ছে। তারা আমাদের দেশের জন্য ক্ষ'তিক'র!’

এরপর আরেকটি টুইট করে ট্রাম্প বলেন, ‘দেশের ইতিহাসের সেরা অর্থনীতি এনে দেওয়ার পর, সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর পর, ট্যাক্স কমানোর পর, নতুন কর্মসংস্থান তৈরি করার পর এবং আরও অনেক কিছু করার পরেও আমাকে অভিশংসন করার কথা ওঠে কীভাবে?’

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দুই মিডিয়া হাউস সিএনএন ও এমএসএনবিসির স'মালো'চনা করেও টুইট করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ত'র্কহী'নভাবে দেশের সেরা কেবল নিউজ শো হওয়ায় ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে অভিনন্দন। সিএনএন ও এমএসএনবিসি ধ'সে পড়েছে। তাদের রেটিংও ভ'য়াব'হ। তাদের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে