রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৪:৫৪

ভারতের নাগরিকত্ব আইনের বিপক্ষে ভাইচুং ভুটিয়া

ভারতের নাগরিকত্ব আইনের বিপক্ষে ভাইচুং ভুটিয়া

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন নিয়ে বি'ক্ষো'ভ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বি'ক্ষো'ভ চরমে। এই বি'ত'র্কে এবার মুখ খুললেন সাবেক ফুটবলার তথা হামরো সিকিম পার্টির নেতা ভাইচুং ভুটিয়া। 

সাবেক ভারত অধিনায়কের মতে, নাগরিকত্ব আইন সিকিমবাসীর স্বার্থ-বি'রো'ধী। এর ফলে রাজ্যের বিশেষ মর্যাদাও খুণ্ণ হতে পারে বলে আ'শ'ঙ্কা তার।

এক সাক্ষাৎকারে ভাইচুং জানান, 'আমার মতে নাগরিকত্ব আইনের ফলে সিকিমের স্থানীয় মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।' এই নিয়ে রাজ্যের শাসক ও বি'রো'ধীদলের কী অবস্থান তাও জানতে চেয়েছেন তিনি। 

প্রসঙ্গত, সিকিমের শাসকদল আবার এনডিএ'র শরিক। প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বি'রো'ধি'তা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সিকিমের লোকসভার সাংসদ ইন্দ্র সুব্বা ও রাজ্যসভার সাংসদ হিসে লাচুংপা। তবে আ'প'ত্তিতে আমল দেয়নি কেন্দ্রীয় সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে