রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৭:৩১

মুসলিমরা নাগরিকত্ব পাবেন না, এটা ভালো খবর: তসলিমা নাসরিন

মুসলিমরা নাগরিকত্ব পাবেন না, এটা ভালো খবর: তসলিমা নাসরিন

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি সরকার অমুসলিমদের নাগরিকত্ব প্রদান সংক্রান্ত বিল সংসদে পাস করিয়েছে। দেশটির রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) স্বাক্ষর করায় সেটি এখন আইন।

মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এ বিল নিয়ে সারা বিশ্বেই সমালোচনা চলছে। তবে এ বিল নিয়ে উল্টো সুর দিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি বিতর্কিত এই লেখিকা বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়াতে আমি খুশি হয়েছি।’

এছাড়া পশ্চিমবঙ্গের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তসলিমা নাসরিন বলেছেন, ‘এটা খুব ভালো খবর যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এবং অন্যান্যরা নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলিমরা পাবেন না। যারা মুসলিম নয়, যেমন আমি নাস্তিক, আমার পাশাপাশি উদার মুসলিম এবং মুক্ত চিন্তার মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে ভালো হয়।’

এর আগে শুক্রবার এক টুইট বার্তায় তসলিমা নাসরিন লেখেন, ‘আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি ভারত এসেছি সুইডেন থেকে। আমি মনে করতাম, আমার বসবাসের জন্য ভারতই ভালো। আমি এখনো তাই মনে করি। অনেক হিন্দু যারা ইউরোপে বসবাস করছেন তারা আমার মতো করে ভাবে না। যারা দেশকে ভালবাসে তাদেরই দেশে থাকা উচিত।’

অপর এক টুইট বার্তায় বিতর্কিত এ লেখিকা লেখেন, ‘আত'ঙ্কিত হওয়ার কি আছে? ভারত তার বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে বিতাড়িত করছে না। এটা (আইনটি) শুধু অবৈধ অভিবাসীদের নিয়ে। পাশ্চাত্যের অনেক দেশ এখন মুসলিমদের গ্রহণ করতে চায় না। সেটা কেন আমরা সবাই তা জানি। যাই হোক গতরাতে আমি ‘‘তাজমহল’’ নামে একটা ফ্রেঞ্চ সিনেমা দেখছিলাম, যেটা মুম্বাই হামলার গল্প নিয়ে তৈরি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে