রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:০২:০২

স'হিংসতা চলতে থাকলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন : রাহুল

স'হিংসতা চলতে থাকলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন : রাহুল

আন্তর্জতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে চলমান বি'ক্ষোভের পেছনে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা।

শনিবার রাহুল জানিয়েছেন, রাজ্যে এমন পরিস্থিতি যদি চলতে থাকে তবে বিজেপি রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালুর চেষ্টা করবে। খবর এনডিটিভির।
রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু ‘তোষণের নীতি’র জন্য দো'ষারোপ করে রাহুল বলেন, এই তোষণের ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা (বিজেপি) কখনই রাষ্ট্রপতি শাসনকে সমর্থন করি না। তবে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের অ'রাজ'ক'তা চলতে থাকে, তবে রাজ্যে রাষ্ট্রপতির শাসন চাওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না। পুরো রাজ্য যখন জ্ব'লছে তখন তৃণমূল সরকার কেবল নীরব দর্শক।’

দু'র্বৃ'ত্তদের বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা না নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে রাহুল বলেন, তিনি নিজেই নিজের বক্তব্যের মাধ্যমে জনতাকে উ'দ্বু'দ্ধ করছেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে স'হিং'সতার জন্য বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা রয়েছেন, এখানকার শান্তিকামী মুসলিম সম্প্রদায় নয়।’

বিজেপি অতীতেও প্রায়শই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটবাক্সের জন্য মুসলিম তোষণের অভিযোগ এনেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘বিরোধী দল থাকাকালীন মুখ্যমন্ত্রী জনসাধারণের সম্পত্তি ধ্বং'স করার এই তোষণের রাজনীতিকে উত্সাহিত করেছিলেন। যেহেতু বাংলার পরিস্থিতি বি'পজ্জ'নক হয়ে উঠছে, এখন তারই নিজস্ব তোষণের নীতি, তার অতীতের আচরণ বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। তিনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে