রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:১১:২৪

ভারতে গ'ণহ'ত্যার প্রস্তুতি চলছে : জেনোসাইড ওয়াচ

ভারতে গ'ণহ'ত্যার প্রস্তুতি চলছে : জেনোসাইড ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক: ‘ভারতে গ'ণহ'ত্যার প্রস্তুতি চলছে। আসাম এবং কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে নি'পীড়ন গ'ণহ'ত্যার আগের পর্যায়ে রয়েছে। এর পরের পর্ব হলো নি'র্মূলকরণ- আমরা যেটাকে গ'ণহ'ত্যা বলে থাকি।’

গ'ণহ'ত্যা প্রতিরোধ ও বন্ধে আন্তর্জাতিক সংস্থা জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ড. গ্রেগরি স্ট্যানটন এসব কথা বলেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মার্কিন কংগ্রেসের সদস্য ও দেশটির সরকারি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের চলমান অস্থিরতা নিয়ে আলোচনা করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় ১৯৯৬ সালে গ'ণহ'ত্যা'র ওপর একটি উপস্থাপনা তৈরি করেন তিনি। এই উপস্থাপনার পর বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি পান ড. গ্রেগরি স্ট্যানটন। ‘গ'ণহ'ত্যার দশ ধাপ’ নামের এ উপস্থাপনায় ড. স্ট্যান্টন কীভাবে একটি জনগোষ্ঠীর ওপর ব্যাপক পরিকল্পিত উপায়ে গ'ণহ'ত্যার নী'লনকশা বাস্তবায়ন করা হয়; সেটি দেখান।

এই গ'ণহ'ত্যার মঞ্চ তৈরি ও কৌশল এবং টার্গেট জনগোষ্ঠীকে কীভাবে সমাজের কাছে হিং'স্র হিসেবে উপস্থাপন করা হয়, অনুষ্ঠানে সেটিও তুলে ধরেন স্ট্যান্টন।
সূত্র : সিয়াসাত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে