‘অবশেষে কারামুক্ত হলেন উলফা নেতা অনুপ চেটিয়া ’
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফেরত পাঠানোর পর বন্দি আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া (গোলাপ বড়ুয়া) কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
চারটি মামলার সবকটিতে জামিন হওয়ার পর বৃহস্পতিবার তিনি গুয়াহাটির কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে এমন তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
গত ১১ নভেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরত নেওয়ার পর উলফার সাধারণ সম্পাদক চেটিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। সেই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তাকে রাখা হয়েছিল কারাগারে।
বুধবার চতুর্থ মামলাটিতে আদালত থেকে জামিন দেয় আদালত। এর আগেই অন্য তিনটি মামলায় জামিনের আদেশ হয়েছিল।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ।
এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়।
তিনটি মামলায় চেটিয়াকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।
ওই সব মামলায় সাজা ভোগের পরও বাংলাদেশে বন্দি ছিলেন আসামের এই বিদ্রোহী নেতা।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে।
এই আলোচনা এগিয়ে নিতে চেটিয়া রাজি বলে গণমাধ্যমে খবর এলেও দলটির পলাতক নেতা পরেশ বড়ুয়া শর্ত দিয়েছেন, আলোচনায় বসতে হলে আসামের সার্বভৌমত্ব নিয়ে আলোচ্যসূচিতে রাখতে হবে
২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ