রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৭:৫১

অশান্তি না কমলে এবার পশ্চিমবঙ্গে পাল্টা প্র'তিরো'ধের ঘোষণা বিজেপির

অশান্তি না কমলে এবার পশ্চিমবঙ্গে পাল্টা প্র'তিরো'ধের ঘোষণা বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গজুড়ে তা'ণ্ড'ব থামাতে এবার পাল্টা প্র'তিরো'ধের ঘোষণা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হুঁ'শিয়া'রি দিয়ে তার বার্তা, সরকার যদি পরিস্থিত নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে তারাই রাস্তায় নামবেন। 

এ দিন জেলা সভাপতিদের সঙ্গে আলোচনাতেও একই বার্তা দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দিলীপ এ দিন অভিযোগ করেন, দেশের আইনের বি'রু'দ্ধে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেই সংবিধান বি'রো'ধী কাজ করেছেন। এর বি'রু'দ্ধে আদালতে যাওয়ার হু'ম'কি দিয়েছেন দিলীপ। তার অভিযোগ, উ'স্কা'নি দিয়ে হিন্দু- মুসলিমদের মধ্যে সং'ঘা'ত বাঁ'ধি'য়ে দেওয়ার চ'ক্রা'ন্ত করেছে রাজ্যের শাসক দল। 

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ বলেন, 'সমাজ বি'রো'ধীদের হাতে গত দু'দিন ধরে গোটা রাজ্যকে ছেড়ে দেওয়া হয়েছে। যে অনুপ্রবেশকারীরা এতদিন এ রাজ্যে ঢুকে কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে ভোট দিয়েছে, তারাই এখন এই তা'ণ্ড'ব চালাচ্ছে। এ ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা'র খাওয়া যায় না। সরকার যদি না পারে তাহলে আমরাই এবার প্র'তিরো'ধ গড়ে তুলব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে