রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৯:২১:৩৬

পোশাক দেখে সহজেই বোঝা যাচ্ছে নাগরিকত্ব বিল নিয়ে কারা অশান্তি করছে: মোদি

পোশাক দেখে সহজেই বোঝা যাচ্ছে নাগরিকত্ব বিল নিয়ে কারা অশান্তি করছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে শুক্রবার থেকে চলছে নাগরকিত্ব সং'শো'ধনী আইনের বি'রো'ধিতায় বি'ক্ষো'ভ। কোথাও ট্রেন পু'ড়ে'ছে, কোথাও ভে'ঙে স্টেশন, জ্ব'লে'ছে বাস। পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা অশান্তি করছে। 

ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আসামে শান্তিপূর্ণ বি'ক্ষো'ভের জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। নাগরিকত্ব সং'শো'ধ'নী বিল লোকসভায় পেশ হওয়ার পর থেকে উ'ত্ত'প্ত উত্তর-পূর্ব। তা আইনে পরিণত হওয়ার পর শুক্রবার থেকে বাংলার একাধিক জায়গায় ছড়িয়েছে অ'শা'ন্তি। 

ঝাড়খণ্ডের দু'ম'কায় নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি বলেন, ''কারা অশান্তি করছে, সেটা পোশাক দেখে সহজেই আপনারা বুঝতে পারবেন।'' মূলত পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস ও পশ্চিমবঙ্গের মুসলমানদের দিকে আঙ্গুল তুলেছেন মোদি। আসামের নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে চলছে তুমুল বি'ক্ষো'ভ। গোটাটাই কংগ্রেসের ষ'ড়য'ন্ত্র বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদির কথায়, ''কংগ্রেস ও তাদের সমর্থকরা আ'গু'ন ছড়াচ্ছে। তাদের কেউ পাত্তা না দিলে তা'ণ্ড'ব শুরু করে দেয়।'' প্ররোচনায় পা না দেওয়ার জন্য আসামবাসীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বলেন, যারা হিং'সা ছড়ানোর চেষ্টা করছে, তাদের পাশে নেই আসামের ভাই-বোনেরা। তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। এজন্য অভিনন্দন জানাতে চাই।''

রোববারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিসের ডিজি। কিন্তু শুক্রবার, শনিবারের পরও ছুটির দিনেও রাজ্যের একাধিক জায়গায় বি'ক্ষো'ভ দেখানো হয়। মালদার ভালুকা স্টেশন। রেল লাইনে আ'গু'ন লাগিয়ে দেয় দু'ষ্কৃ'তীরা। মুর্শিদাবাদের ফ'রা'ক্কার তিলডাঙ্গা স্টেশনেও দেখানো হয় বি'ক্ষো'ভ। বি'ক্ষো'ভের জেরা বা'তি'ল করা হয় গৌড় এক্সপ্রেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে