রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৯:০০

তে'ড়ে আসছেন হাজার হাজার বিক্ষো'ভকারীরা, আ'তঙ্কে ছুটছে দিল্লীর আমজনতার

তে'ড়ে আসছেন হাজার হাজার বিক্ষো'ভকারীরা, আ'তঙ্কে ছুটছে দিল্লীর আমজনতার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সং'শো'ধ'নী আইনের বি'রু'দ্ধে হিং'সা'ত্ম'ক প্র'তিবা'দে রাজধানী দিল্লির রাজপথ এদিন আ'ত'ঙ্কের রাজপথ হয়ে দাঁড়াল স্থানীয় মানুষের জন্য। প্রায় এক হাজার বি'ক্ষো'ভকারী ধেয়ে আসছেন। 

এদৃশ্য দেখার পর স্থানীয় পথচলতি মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। কমপক্ষে ৫টি বাসে আ'গু'ন ধরিয়ে দেন বি'ক্ষো'ভকারীরা। এছাড়া অনেক গাড়ি ও বাইকে আ'গু'ন লাগানো হয়। ভা'ঙ'চুর হয় বাসস্ট্যান্ড থেকে সরকারি সম্পত্তি। রাস্তা তখন র'ণক্ষে'ত্রের চে'হা'রা নিয়েছে।

সি ভি রমন মার্গ, সরাই জুমেলা এলাকা, আশ্রম গেট মেট্রো স্টেশনের আশপাশের রাস্তা, মথুরা রোড সহ বিভিন্ন জায়গায় বি'ক্ষো'ভকরারীরা রীতিমত তা'ণ্ড'ব চালান। পুলিশের সঙ্গে বেশ কিছু জায়গায় বি'ক্ষো'ভকারীদের হা'তাহা'তির ঘটনা ঘটে। 

এমনকি অ'গ্নিসং'যোগের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস হাজির হলে সেই গাড়িতেও পাথরবৃষ্টি হয়। পুলিশকে ল'ক্ষ্য করেও চলে দেদার পাথরবৃষ্টি। পাথরের আ'ঘা'তে ২ ফায়ার সার্ভিসকর্মী আহ'ত হন।

রবিবারের দিল্লিতে এই হিং'সা'ত্ম'ক আন্দোলনে আ'হ'ত হয়েছেন এক চিত্রগ্রাহকও। এদিকে ঘটনার পরই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় তারা এই ঘটনার সঙ্গে কোনওভাবে জড়িত নয়। তাদের দাবি বাইরের কেউ এসে বাসে আ'গু'ন দিয়েছে।

তাদের বিশ্ববিদ্যালয় চত্বরের শান্তি বি'ঘ্নি'ত করতে এই পদক্ষেপ। দিল্লির এদিনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের শান্তি বি'ঘ্নি'ত করল। বি'ক্ষো'ভকারীদের তা'ড়া খেয়ে যদি সাধারণ মানুষকে ছুটতে হয় তাহলে সাধারণ মানুষের জন্য চিন্তার। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে