সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৪:২৭:১০

'আমি তো মুসলিম নই, তবু প্রতিবাদ করব'

'আমি তো মুসলিম নই, তবু প্রতিবাদ করব'

আন্তর্জতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে উত্তর-পূর্ব ভারতসহ বেশ কয়েকটি স্থানে স'হিং'স বি'ক্ষোভ ক্র'মশ বেড়েই চলছে। চারিদিকে শুধু আ'ন্দোলন আর মি'ছিল। আর এ আ'ন্দোলনে শামিল হয়েছে দক্ষিণ দিল্লির বেশ কিছু বিশ্ববিদ্যালয়।

মূলত গতকাল রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে বি'ক্ষোভ হয়। এ ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপর চ'ড়াও হয়। এসময় রাস্তায় র'ক্তা'ক্ত অবস্থায় পড়ে পড়ে ছিল অনেকেই, পরে আটক করা হয় ১০০ জনের বেশি ছাত্রছাত্রীকে। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সহ দক্ষিণ দিল্লির বেশ কিছু বিশ্ববিদ্যালয়।

ঝাড়খণ্ডের রাঁচি থেকে আসা এক নারী শিক্ষার্থী কথা বলতে বলতে কেঁ'দেই ফেলেন। তিনি বলেন, ‘আমি তো মুসলিম নই। তবুও আমি প্রথম দিন থেকে এই প্র'তিবাদ-বি'ক্ষোভের প্রথম সারিতে রয়েছি। কেন, আমার পরিবারের কী হয়েছে তা নিয়ে কেউ প্রশ্ন করতেই পারেন … কিন্তু আমি মনে করি আমরা যদি সত্যের পাশে দাঁড়াতেই না পারি তবে আমাদের পড়াশুনা কী কাজে লাগবে’ ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে