সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫২:৩৫

'এরা সবাই মুসলমান, মা'রো এদের' বলেই পুলিশের লা'ঠিচা'র্জ

'এরা সবাই মুসলমান, মা'রো এদের' বলেই পুলিশের লা'ঠিচা'র্জ

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশি তা'ণ্ড'বের শি'কা'র দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ আ'ট'কাতে গিয়ে তাদের ওপর গু'লি চালিয়েছে পুলিশ। হয়েছে লা'ঠিচা'র্জ। ছোঁড়া হয়েছে কাঁদানে গ্যাস। 

ছাত্রছাত্রীদের অভিযোগ, লা'ঠিচা'র্জ করার সময় এক পুলিশ কর্মকর্তাকে বলতেও শোনা গিয়েছে, 'এরা সবাই মুসলমান, মারো এদের'‌। নতুন নাগরিক আইনের প্র'তিবা'দে রবিবার দুপুর থেকেই উ'ত্ত'প্ত ছিল দক্ষিণ দিল্লি। দা'উদা'উ করে বাস জ্ব'লতে থাকার ছবিও সামনে এসেছে। 

বিকেল নাগাদ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে এই ঘটনার পরে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে চ'ড়াও হয়। জামিয়ার ক্যাম্পাসের মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারে চলে তা'ণ্ড'ব। তাদের অনেকেই পুলিশের লাঠি ও কাঁদানে গ্যাসে আ'হ'ত হন। 

বিশ্ববিদ্যালয়ের কর্মীদেরও বে'ধ'ড়'ক লা'ঠিপে'টা করা হয়। জামিয়া বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করার কোনও অধিকার নেই পুলিশের। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনও বি'ক্ষো'ভকা'রীকে গ্রে'প্তা'র করার উদ্দেশ্য ছিল না পুলিশের। সা'ম্প্র'দা'য়িক হিং'সা ছড়াতেই বিশ্ববিদ্যালয়ে তা'ণ্ড'ব চালিয়েছেন পুলিশ।'‌ ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে