সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৩:৩২

শৌচালয়ে যাওয়া সময়ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কতজন থাকেন?

শৌচালয়ে যাওয়া সময়ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কতজন থাকেন?

আন্তর্জাতিক ডেস্ক : নানা কারণে প্রায়ই খবরে উঠে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তার আরও একটি ভিডিও ভা'ইরা'ল হয়েছে, সেখানে তাকে একটি শৌচালয় থেকে বেরতে দেখা যাচ্ছে। তার সঙ্গেই বার হচ্ছেন আরও কয়েকজন। কতজন তার সঙ্গে শৌচালয়ে যান জানতে চাইছেন নে'টিজে'নরা।

জোনা ফিশার নামে এক সাংবাদিকের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পুতিনের একটি ভিডিও পোস্ট হয়েছে। জোনা, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হয়ে কাজ করেন বলে উল্লেখ রয়েছে তার টুইটার হ্যান্ডলে।

ভিডিও দেখা যাচ্ছে, একটি ঘর থেকে বার হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তার আগে সেই ঘর থেকে তিন জন বার হন এবং ঠিক পুতিনের পিছনেই আরও দু' জন। এক জন দরজার বাইরেই দাঁড়িয়ে ছিলেন, পুতিনের সঙ্গে তিনিও হাঁটা দেন।

জোনা ফিশার ভিডিওটির পোস্টে লিখেছেন, 'আমি গুনলাম শৌচালয়ে পুতিনের সঙ্গে ছয় জন ছিলেন'। অর্থাৎ জোনা জানিয়েছেন, শৌচালেয় যাওয়ার সময়েও পুতিনের সঙ্গে অন্তত ছয় জন থাকেন।

আসলে রাষ্ট্রনেতা বা এমন ভিভিআইপিদের নি'রাপ'ত্তায় কোনও ফাঁক রাখতে চান না তাদের নি'রাপ'ত্তার দায়িত্বে থাকা অফিসাররা। তাই বাইরে কোথাও গেলে শৌচালয়ের মতো জায়গাতেও ব্যক্তিগত নি'রাপ'ত্তার'ক্ষীরা আশপাশেই থাকেন।

হলিউডের সিনেমাতেও দেখা যায় এমন দৃশ্য, যেখানে রাষ্ট্রনেতা বা ভিআইপি দের সঙ্গে শৌচালয়েও নি'রাপ'ত্তার'ক্ষীরা ঘিরে রাখছেন তাদের। কিন্তু এক্ষেত্রে নাম যেহেতু ভ্লাদিমির পুতিন, তার সব কিছুই খবরে ভেসে আসে। তেমনই এই ভিডিওটিও ভা'ইরা'ল হয়ে গিয়েছে।

১০ ডিসেম্বর পোস্ট হওয়া ভিডিওটি এখনই প্রায় চার লাখ ৭২ হাজার বার দেখা হয়েছে। রিটুইট হয়েছে প্রায় দেড় হাজার বার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে