সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:০০:১১

লড়াইয়ে তোমরা একা নও, তোমাদের সাথে আমিও আছি : দিল্লীর জামিয়া মিলিয়ার ভিসি

লড়াইয়ে তোমরা একা নও, তোমাদের সাথে আমিও আছি : দিল্লীর জামিয়া মিলিয়ার ভিসি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে চলমান বি'ক্ষো'ভে রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে শিক্ষার্থীদের ওপর পুলিশি হা'ম'লার ঘটনা ঘটেছে। 

রোববার রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বি'ক্ষো'ভের সময় পুলিশের লা'ঠিচা'র্জ, টিয়ারগ্যাস নি'ক্ষে'পের ঘটনায় সারাদেশে ছাত্র বি'ক্ষো'ভ শুরু হয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বি'ক্ষো'ভ দেশের অন্যান্য শহর ও ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের ওপর পুলিশি হা'ম'লার প্র'তিবা'দে সারাদেশের শিক্ষার্থীরা একই কাতারে নেমে এসে বি'ক্ষো'ভ শুরু করেছেন।

জামিয়া মিলিয়া ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ ঢুকে পড়ায় সোমবার দেশটির সুপ্রিম কোর্টে একটি পি'টিশ'ন দায়ের হয়েছে। মঙ্গলবার এই পি'টিশ'নের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, অনুমতি ছাড়া ক্যাম্পাসে পুলিশ ঢুকে পড়ার ঘটনায় তীব্র প্র'তিবা'দ জানিয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আক্তার। একই সঙ্গে শিক্ষার্থীদের এই বি'ক্ষো'ভে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

সোমবার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের পূর্ণ আশ্বাস দিয়ে জামিয়া মিলিয়ার এই উপাচার্য বলেছেন, আমার শিক্ষার্থীদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তাতে আমি ম'র্মাহ'ত। অনুমতি ছাড়া ক্যাম্পাসে পুলিশের ঢুকে পড়া গ্রহণযোগ্য নয়। আমি আমার শিক্ষার্থীদের বলতে চাই, এই ল'ড়া'ইয়ে তোমরা একা নও। আমি তোমাদের সঙ্গে আছি।

পরে সোমবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য নাজমা আক্তার বলেন, ক্যাম্পাসে পুলিশের ঢুকে পড়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এফআইআর দায়ের করবে। আপনি সম্পত্তি পুনর্নির্মাণ করতে পারবেন। কিন্তু শিক্ষার্থীরা যে প'রি'স্থি'তির মধ্যে দিয়ে গেছে তার ক্ষ'তিপূরণ দিতে পারবেন না। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি।

রোববার নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলাবাহিনীর বেধড়ক লা'ঠিপে'টার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষ'ম'তাসীন সরকারের বিরুদ্ধে ক্ষো'ভে ফুঁ'সছে দেশটির শিক্ষার্থীরা।

বি'ক্ষো'ভের সময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জামিয়া মিলিয়া ক্যাম্পাসের ভেতরে ঢুকে টিয়ার গ্যাস নি'ক্ষে'প করে। এতে কমপক্ষে ১০০ শিক্ষার্থী আহ'ত হয়েছেন। একই ধরনের সং'ঘ'র্ষ হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সং'ঘ'র্ষ হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে