সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:০৮:২০

আমার লা'শের উপর দিয়ে আইন প্রয়োগ করতে হবে: মমতা

আমার লা'শের উপর দিয়ে আইন প্রয়োগ করতে হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নাগরিকপঞ্জি-এনআরসির বিরো'ধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার মৃ'তদেহের উপর দিয়ে এই আইন প্রয়োগ করতে হবে।সোমবার বেলা ১ টায় তৃণমূলের প্রতি'বাদ মিছিল শেষে জনতার উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি।

মোদির উদ্দেশ্যে মমতা বলেন, আমরা সবাই নাগরিক। আপনি আবার কিসের নাগরিকত্ব দেবেন?’ এ সময় সেখানে উপস্থিত জনতার কাছে মমতা জানতে চান, ‘আপনারা ভোট দেন না? ভোটার তালিকায় আপনার নাম নেই? আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে না?

বিজেপি টাকা দিয়ে নাশকতা করাচ্ছে অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, আমরা প্রতিহিং'সা সমর্থন করি না। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের-আমাদেরই কেউ কেউ বিজেপির টাকা খেয়ে এ দিক ও দিক আগু'ন জ্বা'লাচ্ছে।

এ সময় ট্রেনে আগু'ন না দেবার অনুরোধ জানিয়ে মমতা বলেন, কেউ দয়া করে ট্রেনে আগু'ন জ্বা'লাবেন না। অধিকাংশ ট্রেন ভারত সরকার বন্ধ করে দিয়েছে। তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। বার বার বলছি, ট্রেনে আগু'ন দেবেন না। পোস্ট অফিসে আগু'ন দেবেন না। রাস্তায় আগু'ন দেবেন না। যারা আপনার পক্ষে রয়েছেন, তাদের সমস্যা ফেলছেন কেন?

মমতা বলেন, আমাদের মধ্যে কোনও ভে'দাভে'দ নেই। আমরা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি মানি না। ধর্ম যার যার আপনার, সংবিধান সবার। সিএবি প্রত্যা'হার করতে হবে। যত ক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো বলেও হুঁ'শিয়া'রি দেন তিনি।

এ সময় মমতা সবাইকে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে ‘বাংলা দখ'লের পরিক'ল্পনা বা'নচাল করার আহ্বান জানান।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে