সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৭:০০

মুখ্যমন্ত্রী মমতার মামার বাড়িতে অ'গ্নিসংযোগ

মুখ্যমন্ত্রী  মমতার মামার বাড়িতে অ'গ্নিসংযোগ

আন্তর্জতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাবাড়ির ধানের গাদায় অ'গ্নিসং'যোগের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের কুসুম্বা গ্রামে। সোমবার দুপুরে রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রী মামাবাড়ির ধানের গাদায় আ'গুন দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন পরিবারের লোকেরা। দমকলের একটি ইঞ্জিন এসে আ'গুন নিয়ন্ত্রণে আনে।

এখনও পর্যন্ত কারণ স্পষ্ট না হলেও পরিবারের অনেকেই মনে করছেন, খড়ের গাদায় ইচ্ছাকৃতভাবে আ'গুন ধ'রিয়ে দেওয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে তাঁরা অভিযোগ দায়ের করেননি। তাঁদের জিজ্ঞেস করা হয়, রাজ্যজুড়ে চলা সাম্প্রতিক হিং'সার ঘটনার সঙ্গে এর কোনও যোগ কি? সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, বাড়ির সঙ্গে লাগানো ধানের চারটি গাদায় প্রায় ১২ বিঘা জমির ধান ছিল। তাতে ছিল বিপুল পরিমাণ ধান। তার মধ্যে প্রায় ১০০ ক্যুইন্টাল ধান পু'ড়ে ছাই হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায় অবশ্য বলেন, 'আমাদের এখানে সব শান্তিতেই একসঙ্গে থাকে। রাজনৈতিক প্রতিহিং'সা এখানে নেই। তবে কেউ ব্যক্তিগত শ'ত্রুতা থেকে আ'গুন ধরিয়ে থাকতে পারে।' সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে