মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫:৫১

নরেন্দ্র মোদি ও অমিত শাহ 'গুজরাটি হুক্কাখোর' : তৃণমূল নেতা

নরেন্দ্র মোদি ও অমিত শাহ 'গুজরাটি হুক্কাখোর' : তৃণমূল নেতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব আইন এবং এনআরসি'র প্রতিবাদে সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় মিছিল করে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। এদিন বাঁকুড়া শহরের হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শুরু হয় এই মিছিল। 

এই মিছিলে কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং সিএএ'র বিরোধিতা করে, ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামে জেলা তৃণমূলের প্রথম সারির নেতারা। এদিন শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে 'এনআরসি-সিএএ' বি'রো'ধী সভায় দলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি শুভাশীষ বটব্যাল সহ অন্যান্য তৃণমূল নেতারা বক্তব্য রাখেন। 

শুভাশীষ বটব্যাল ছাড়াও এদিনের প্র'তিবা'দ মি'ছি'ল ও সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের 'মেন্টর' অরুপ চক্রবর্ত্তী, বিধায়ক শম্পা দরিপা, তৃণমূল নেতা ও বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল প্রমুখ। শুধু তাই নয়, যেকোনও অ'প্রী'তিকর পরিস্থিতি এড়াতে সর্বক্ষণ মিছিলের সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনীও।

তৃণমূলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি শুভাশীষ বটব্যাল তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে 'জগাই মাধাই' ও 'গুজরাটি হুক্কাখোর' সম্বোধন করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গকে অ'শা'ন্ত ও রাজ্যের উন্নয়ন স্ত'ব্ধ ও সা'ম্প্র'দা'য়িক বি'ভা'জন তৈরী করার জন্য এই আইন আনা হয়েছে। ১৯৭১ সালের আগে কারও জমির দলিল বা পাট্টা না থাকলে তারা 'বিজেপির ভাষায় বিদেশি' দাবি করে তিনি বলেন, এই ধরণের কালা আইন এনেছেন নরেন্দ্র মোদি- অমিত শাহরা। 

যদি তাড়াতে হয় তাদের আগে দেশ থেকে তাড়ান। দলীয় নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশাপাশি বাঁকুড়ার তৃণমূল নেতা কর্মীরা এই আইনের বি'রু'দ্ধে রাস্তায় নেমে প্র'তিবা'দ আন্দোলন জারি রাখবে বলেও তিনি জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে