আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের একটি গবেষণা জাহাজকে সাইপ্রাসের পানিসীমা থেকে তাড়িয়ে দিয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরে তুর্কি যু'দ্ধজাহাজের চ্যা'লে'ঞ্জের মুখে ইসরাইলেরও ওই গবেষণা জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।
ইসরাইলি এক শীর্ষ কর্মকর্তার বরাতে চ্যানেল থার্টিন শনিবার এ খবর প্রকাশ করেছে বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।
চ্যানেল থার্টিনের ওই প্রতিবেদনে বলা হয়, সাইপ্রাস সরকারের সহযোগিতায় ইসরাইল ওই এলাকাটিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করছিল।
দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইসরাইলি জাহাজটিকে চ্যা'লে'ঞ্জ করা হয়। তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরাইলি জাহাজের কী কাজ তা জানতে চান।
জাহাজ থেকে স'ন্তো'ষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি সেনারা ইসরাইলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উ'পা'য়া'ন্তর না দেখে ইসরাইলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।
তুরস্ক সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তার প্র'ভা'ব বাড়াতে প'দক্ষে'প নিয়েছে। গত কয়েক বছর ধরে তুরস্ক ভূমধ্যসাগরের এ এলাকায় জ্বালানি তেলের সন্ধানে বেশ কয়েকবার যু'দ্ধজাহাজ এবং ড্রিলিং জাহাজ পাঠিয়েছে।