মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৭:১৫

'ভারতের মুসলিমদের আ'ত্মায় আ'ঘা'ত হে'নে'ছে বিজেপি'

'ভারতের মুসলিমদের আ'ত্মায় আ'ঘা'ত হে'নে'ছে বিজেপি'

আন্তর্জতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে প্র'তিবাদে ফুঁ'সে উঠেছে ভারতের বেশ কয়েকটি রাজ্য। দক্ষিণ দিল্লি ও উত্তর-পূর্ব ভারতসহ বেশ কয়েকটি স্থানে ক্র'মশ বে'ড়েই চলছে । এদিকে দক্ষিণ দিল্লিতে গত রোববার বিকালে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া সংলগ্ন নিউ ফ্রেন্ডস কলোনিতে নাগরিকত্ব বিলের প্র'তিবা'দে বি'ক্ষোভ হয়। এ ঘটনার পর দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢু'কে ছাত্রছাত্রীদের পে'টানো হয়। বিশ্ববিদ্যালয়ে ঢু'কে শিক্ষার্থীদের পে'টা'নোর ঘটনায় ইন্ডিয়া গেটে ধরনায় বসেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।

এ ব্যাপারে গতকাল সোমবার দুই ঘণ্টার প্রতীকী ধ'রনায় বসেন তিনি। সংবাদমাধ্যমকে প্রিয়াংকা জানান, ‘দেশের পরিস্থিতি খুবই খারাপ। শিক্ষার্থীদের মা'রতে বিশ্ববিদ্যালয়ে ঢু'কছে পুলিশ। সংবিধানকে ল'ঙ্ঘন করছে সরকারই।তারা আমাদের দেশের আ'ত্মা'য় আ'ঘা'ত হে'নেছে। যুবারা আমাদের জাতির আ'ত্মা।’

এর আগে নিজের টুইটার থেকে টুইটে প্রিয়াংকা বলেন, ‘পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢু'কে ছাত্রদের পে'টাচ্ছে। যে সময়ে সরকারের এগিয়ে এসে মানুষের কথা শোনা উচিত, তখন বিজেপির সরকার উত্তর-পূর্ব, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ছাত্র এবং সাংবাদিকদের ওপর নি'পীড়ন চালাচ্ছে। এটা একটা ভী'তু সরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে