মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০২:০১:১১

সংখ্যাগরিষ্ঠতা মানেই যা খুশি করা নয় : প্রণব মুখার্জী

সংখ্যাগরিষ্ঠতা মানেই যা খুশি করা নয় : প্রণব মুখার্জী

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব বিল নিয়ে ভারতজুড়ে অশান্তির জেরে ট্যুইট করে শান্তির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘কিছু বিশেষ সুবিধাবাদী গোষ্ঠী’ অশা'ন্তি পাকাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার এই আইন প্রসঙ্গে মুখ খুলেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা মানেই যা খুশি করা নয়।

নাগরিকত্ব বিল নিয়ে যখন বি'ক্ষোভ-প্র'তিবাদ উ'ত্তাল গোটা ভারত, তখন সাবেক রাষ্ট্রপতির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার নয়া দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশনের দফতরে অটলবিহারী বাজপেয়ী মেমোরিয়াল হলে একটি ভাষণের সময়ে কেন্দ্রের সরকারকে নি'শানা করেন প্রণব মুখার্জী। তিনি বলেন, ‘গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা একটা সুস্থ সবল সরকার গড়তে সাহায্য করে। ভারতের গণতান্ত্রিক পরিবেশে স্বে'চ্ছাচা'রিতার কোনো স্থান নেই’।

নাগরিক বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা মানে যা খুশি করা নয়। ভারতে নানা ধর্ম-বর্ণ-সম্প্রদায় রয়েছে। গণতান্ত্রিক বহুত্ববাদের এই পরিবেশ যেন ল'ঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা প্রয়োজন।’

সংখ্যাগরিষ্ঠতার নিরিখে রাজ্যসভা এবং লোকসভা দুইকক্ষ থেকে পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল বা ‘ক্যাব’। এরপরেই গত বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পরেই আইন হিসাবে সারা দেশে আত্মপ্রকাশ করে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের বিরোধিতায় উ'ত্তাল হয়ে ওঠে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে