মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০২:১১:২৫

পারলে বরখা'স্ত করেন, এনআরসি হতে দেব না: পশ্চিমবঙ্গের রাজ্যপালকে মমতা

পারলে বরখা'স্ত করেন, এনআরসি হতে দেব না: পশ্চিমবঙ্গের রাজ্যপালকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গতকাল থেকে রাস্তায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধ'নক'ড় স্বতঃপ্রবৃত্ত হয়ে এদিনও মমতা ব্যানার্জীর নেতৃত্বে এই বি'ক্ষোভের সমালোচনা করেছেন। তিনি টুইট করেছেন— ‘‘আমি অত্যন্ত বিচলিত, যে দেশের আইনের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরা। এটা অসাংবিধানিক। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই অসাংবিধানিক এবং প্র'রোচনাদায়ী আচরণ যেন তিনি বন্ধ করেন। পরিস্থিতির উন্নতির দিকে নজর দেন।”

রাজ্যপালের এই টুইটের প্রতিক্রিয়ায় রী'তিমত ফুঁসে উঠেছেন মমতা ব্যানার্জী। বলেছেন, ‘‘‘যদি উনি মনে করেন আমি এবং আমার সরকার অসাংবিধানিক কাজ করছি, তা হলে উনি পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্তের সাহস দেখান!‌ কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি চালু হতে দেব না!‌’‌

সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দপ্তরের সরাসরি নির্দেশে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন-এনপিআর বা জনগণনার কাজও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গে৷ যদিও এই কেন্দ্রীয় কর্মসূচিতে রাজ্যগুলো সহযোগিতা করতে আইনত বাধ্য৷ কিন্তু রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া এনপিআর-এর কোনও কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব দপ্তরকে৷

কলকাতার রেড রোডে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু করে মেয়ো রোডে মহাত্মা গান্ধীর মূ'র্তি ছুঁয়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। ভারতীয় সংবিধানের প্রণেতা আম্বেদকর, অহিংস অসহযোগ আন্দোলনের জনক গান্ধী এবং বাংলার সা'ম্প্র'দায়িকতাবিরোধী, ব'ঙ্গভ'ঙ্গ বিরোধী চেতনার মুখ রবীন্দ্রনাথ ঠাকুর-প্রতিবাদে এই তিন মনীষীর হাত ধরে থেকে কেন্দ্রের‌ বিজেপি সরকারকে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আবারও জানালেন, বিভাজনকামী জাতীয় নাগরিক পঞ্জিকরণ এবং নাগরিকত্ব সংশোধনী আইন তিনি মানবেন না, ভারতীয় সংবিধানের প্রতিই দায়বদ্ধ থাকবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে