আন্তর্জাতিক ডেস্ক : সুযোগ পেলেই সং'ঘ'র্ষবি'রতি ল'ঙ্ঘ'ন করছে পাকিস্তান বলে অভি'যোগ ভারতের। কাশ্মীর সীমা'ন্তের ওপার থেকে ভারতে গু'লি ও গো'লা ছোঁ'ড়ে। সোমবার বিকালে থেকে সেই কাজই করছিল।
আসলে ১৬ ডিসেম্বর দিনটি এলেই বাংলাদেশের বিজয় দিবসের কথা মনে পড়ে পাকিস্তানের। তাই পুরানো রা'গ মে'টাতে সীমা'ন্তে গ'ন্ডগো'লের চেষ্টা করে বলে অভি'যোগ। গতকালও সেই কাজ করতে গিয়েছিল। সং'ঘ'র্ষবিরতি ল'ঙ্ঘ'ন করে অনু'প্রবে'শের চেষ্টা করছিল। কিন্তু, প্র'তিরো'ধ গড়ে জবাব দেয় ভারত।
এর জে'রে পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপের দুই কমা'ন্ডোর মৃ'ত্যু হয়েছে। আ'হ'ত হয়েছে আরও চারজন। এছাড়া পাকিস্তানের বেশ কয়েকটি সেনা আউট পোস্টও পু'রোপু'রি ন'ষ্ট হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কাশ্মীরের পুঞ্চ জেলার সুন্দরবনি সেক্টরের নাথুয়া কা টিব্বা এলাকায়।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও কাশ্মীরের বিভিন্ন জায়গায় গো'লা ও গু'লি ছুঁ'ড়ছিল পাকিস্তান। মাঝে মাঝে রকেট ল'ঞ্চা'র ও অ্যা'ন্টি-ট্যা'ঙ্ক গাইডেড মি'সা'ইল ছুঁ'ড়ছিল। পা'লটা জবা'ব দেন ভারতীয় সেনারাও।
বিকালে খবর পাওয়া যায় সুন্দরবনি সেক্টরের নাথুয়া কা ডিব্বা এলাকা দিয়ে কয়েকজন পাকিস্তানি ভারতে অ'নুপ্র'বে'শের চে'ষ্টা করছে। আর তাদের এই কাজে সাহায্য করছে পাকিস্তানের স্পে'শাল সার্ভিসেস গ্রু'প ও ব'র্ডার অ্যা'ক'শন টিমের সদস্যরা।
বিষয়টি বুঝতে পে'রেই গু'লি ছুঁ'ড়তে শুরু করে ভারতীয় সেনারা। উভয়প'ক্ষের এই ল'ড়া'ইয়ের সময় গু'লিবি'দ্ধি হন ভারতের এক রাইফেল ম্যান সুখবিন্দার সিং। ঘটনাস্থ'লেই মৃ'ত্যু হয় তার। এরপরই আরও তে'তে ওঠেন ভারতীয় সেনারা।
লাগা'তার পাকিস্তানের সেনা পোস্ট ও অনুপ্র'বেশ'কারীদের ল'ক্ষ্য করে রকেট ল'ঞ্চা'র ও অ্যা'ন্টি-ট্যা'ঙ্ক মি'সা'ই'ল ছুঁ'ড়তে শুরু করে। এর জে'রেই পাকিস্তানের দুই সেনা নিহ'ত হয়। বেশ কয়েকটি সেনা পোস্টও ধ্বং'স হয়ে যায়। এর বদ'লা নিতে রাজৌরি জেলার নৌসেরা সেক্টরের কালাল এলাকা-সহ বেশকিছু জায়গায় মধ্যরাত পর্যন্ত গু'লি ও গো'লা ছোঁ'ড়ে পাকিস্তান। সূত্র : সংবাদ প্রতিদিন