মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৩:৫৮

ফের র'ণক্ষেত্র দিল্লি! পুলিশ দেখলে থান ইট ফেলে মারছে প্র'তিবা'দকারীরা

ফের র'ণক্ষেত্র দিল্লি! পুলিশ দেখলে থান ইট ফেলে মারছে প্র'তিবা'দকারীরা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে ফের উ'ত্ত'প্ত হয়ে উঠল দিল্লি। র'ণক্ষেত্রের চেহারা নিল সিলামপুর এলাকা। পুলিশকে ল'ক্ষ করে থান ইট ছুড়ছেন কয়েক হাজার বি'ক্ষো'ভকারী।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। মঙ্গলবার দুপুরে বি'ক্ষো'ভের আ'গু'ন জ্ব'লে ওঠে সিলামপুর-সাফরাবাদ এলাকায়। পুলিশকে ল'ক্ষ করে পাথর ছোড়া হয়। বি'ক্ষো'ভকারীদের ছ'ত্রভ'ঙ্গ করতে প্র'চু'র পরিমাণে কাঁদানে গ্যাসের শেল ফা'টা'য় পুলিশ। শ্বা'স নেওয়াই ক'ষ্টকর হয়ে পড়ে ওই এলাকায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লিতে বি'ক্ষো'ভের কথা আগেই জানানো হয়েছিল পুলিশকে। দুপুর সওয়া একটা নাগাদ প্রথমে শান্তিপূর্ণ বি'ক্ষো'ভই শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি অ'গ্নিগ'র্ভ হয়ে ওঠে। পুলিশ মিছিলে বা'ধা দিলে উ'ত্তে'জি'ত হয়ে পড়েন বি'ক্ষো'ভকারীরা। পরিস্থিতি এতটাই উ'ত্ত'প্ত হয়ে পড়ে যে পাঁচটি মেট্রো স্টেশন ব'ন্ধ করে দেওয়া হয়।

রেড লাইনের সিলামপুর ও পিংক লাইনের ওয়েলকাম, জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর ও গোকুলপুরী স্টেশন ব'ন্ধ করে দেওয়া হয়। পথের দি'শা পেতে দিল্লি মেট্রো ও দিল্লি ট্র্যাফিক পুলিশের ট্যুইটার হ্যান্ডেল চেক করার জন্য পরামর্শ দেওয়া হয় শহরবাসীকে।

রবিবার বাসে আ'গু'ন ও জামিয়ায় পুলিশি অভিযানের পর থেকেই রাজধানীর পরিবেশ উ'ত্ত'প্ত হয়ে রয়েছে। রবিবার রাতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে অ'ভি'যা'ন চালায় দিল্লি পুলিশ। বিনা অনুমতিতে গায়ের জোরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ব্যা'প'ক মা'রধ'র করেছে বলে অভিযোগ করেছেন চিফ প্রক্টর ওয়াসিম আহমেদ খান। এমনকী জো'র করে ক্যাম্পাস থেকে পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বের করে দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে