মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৪:২৩

যা কিছু হয়ে যাক, নাগরিকত্ব বিল বাস্তবায়ন হবেই : অমিত শাহ

যা কিছু হয়ে যাক, নাগরিকত্ব বিল বাস্তবায়ন হবেই : অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সং'শো'ধ'নী আইন লোকসভায় পাশ হওয়ার পর থেকেই আন্দো'লন দানা বাঁধছিল দেশের বিভিন্ন অংশে। আর সংসদের দুই কক্ষে তা পাশ করিয়ে আইনে পরিণত করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

তারপর থেকে সেই প্র'তিবা'দ যেন বেড়ে গিয়েছে কয়েকশো গু'ন। তাতে সামিল হয়েছেন ছাত্রসমাজও। কিন্তু এই দেশজোড়া বি'ক্ষো'ভের মুখেও পিছু হঠতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্প'ষ্টতই আবারও জানিয়ে দিলেন, পিছু হঠার বিষয়ই নেই। গোটা দেশে বাস্তবায়ন হবে নাগরিকত্ব সংশোধনী আইন।

মঙ্গলবারও নাগরিকত্ব সং'শো'ধ'নী আইনের প্র'তিবা'দে জ্ব'লে উঠেছে দিল্লি। আর সেই দিল্লিরই দ্বারকা এলাকায় একটি সমাবেশে যোগ দিয়ে অমিত শাহ বলেন, 'মোদি সরকার আপনাদের সবাইকে নিশ্চিন্ত করছে, শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তারা ভারতীয় হিসেবে সম্মানের সঙ্গে বাঁচবেন।'

সেইসঙ্গে তার সংযোজন, 'আমি ছাত্রসমাজ ও মুসলিম ভাই-বোনদের বলতে চাই, ভ'য়ের কোনও কারণ নেই। কেউ ভারতীয় নাগরিকত্ব হা'রা'বেন না। সমস্ত তথ্য ওয়েবসাইটে আছে, সবাই পড়ুন। আমি বিশ্বাস করি, 'সব কা সাথ, সবকা বিকাশ' এবং কারও সঙ্গে কোনও অ'ন্যা'য় করা হবে না।' 

তার দাবি, কংগ্রেস বিষয়টি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। নাগরিকত্ব বিলের বি'রো'ধিতা করার জন্য গত শনিবার কংগ্রেসকে এ'কহা'ত নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে