মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৮:৪০

মমতা ব্যানার্জীর দলের নারী এমপির কাছে মোদি সরকারের হার!

মমতা ব্যানার্জীর দলের নারী এমপির কাছে মোদি সরকারের হার!

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভায় সাংসদ হওয়ার পর তার ভাষণে মুগ্ধ হয়েছিল গোটা ভারত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে সহজে হাল ছাড়ার পাত্রী নন, তা আরেকবার বুঝিয়ে দিলেন ভারতের সুপ্রিম কোর্টে। 

এবার তার আবেদন করা মামলায় সুপ্রিম কোর্টে পিছু হটতে হল খোদ কেন্দ্রীয় মোদি সরকারকে। সরকার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল, সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য নজরদারির সমস্ত প্রচেষ্টা বন্ধ করে দেওয়া হচ্ছে।

আধার কার্ড সম্পর্কে দেশের জনগণ কী ভাবছেন, কী আলোচনা করছেন, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, তার 'নজরদারি' করতে চাইছিল কেন্দ্রীয় সরকার, এই অভিযোগের স্বপক্ষে সুপ্রিম কোর্টকে প্রমাণ তুলে দেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র৷ 

সদ্য অবসারপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নির্দেশে দুই সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করে নিজের অভিযোগের প্রমাণ দেবেন বলে তিনি জানিয়েছিলেন৷ নভেম্বরের শেষ দিকে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানির পরে মহুয়া মৈত্রকে দু সপ্তাহ সময় দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে