বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ০১:২৩:৪৪

সংসদ নির্বাচনে জিতে ব্রিটিশ সংসদে রেকর্ড সংখ্যক মুসলিম এমপি

সংসদ নির্বাচনে জিতে ব্রিটিশ সংসদে রেকর্ড সংখ্যক মুসলিম এমপি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী বেড়ে চলেছে ইসলাম ধর্মের প্রতি বি'দ্বে'ষ। তার মধ্যেই যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত যুক্তরাজ্যের নিম্নকক্ষ হাউস অফ কমন্স এর নির্বাচনে ১৯ জন মুসলিম প্রার্থী এমপি পদে জয় পেয়েছেন। ২০১৭ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৪ গুন। এছাড়া যুক্তরাজ্যের ৩৪ লাখ মুসলিমও গুরুত্বপূর্ণ ভোটব্যাংক হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া যে ২২০ জন নারী এমপি হয়েছেন তাদের মধ্যেও ১০ জনই মুসলিম! যে ১৯ জন মুসলিম প্রার্থী এমপি হয়েছেন তাদের মধ্যে ১৫ জনই লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। বাকী ৪ জন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।

লেবার পার্টি মোট ৩৩ জন মুসলিম প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন। আর কনজারভেটিভ পার্টি মনোনয়ন দিয়েছিলো ২২ জনকে। তবে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ফের ভুমিধ'স বিজয় লাভ করায় মুসলিমরা তাদের ভবিষ্যত নিয়ে চি'ন্তি'ত হয়ে পড়েছেন। 

কারণ বরিস জনসন একজন মুসলিম বি'দ্বে'ষী। ২০১৮ সালে বরিস নিকাব পরা মুসলিম নারীদেরকে পোস্ট বক্সের সঙ্গে তুলনা করে ক'টা'ক্ষ করেছিলেন। যা নিয়ে গণমাধ্যমে বেশ তো'লপা'ড় হয়। মুসলিমদের প্রতি বি'দ্বে'ষ বেড়ে চলার মধ্যেই এমন একজন মুসলিম বি'দ্বে'ষী লোক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প'রিস্থি'তি আরো খা'রা'পের দিকে যেতে পারে আ'শ'ঙ্কা করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চালানো এক জরিপে দেখা গেছে, ব্রিটিশদের প্রতি তিনজনের একজন ইসলাম ধর্মকে তাদের মূল্যাবোধের প্রতি হু'ম'কি মনে করেন। ব্রিটিশদের এই ধরনের মা'নসি'কতার কারণেই যুক্তরাজ্যব্যাপী মুসলিমদের ওপর স'হিং'সতাও বেড়ে চলেছে।

এমনকি নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে মুসলিমদের ওপর স'ন্ত্রা'সী হা'ম'লার পর যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের ওপরই হা'ম'লার পরিমাণ ৬০০ গুন বেড়ে গেছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে