বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:১৫:৩৪

পশ্চিমবঙ্গে মমতার আপত্তিকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই: অমিত শাহ

পশ্চিমবঙ্গে মমতার আপত্তিকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : এনআরসি কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন রাজ্যে কোনওভাবেই কার্যকর হবে না। সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

যদিও বিষয়টি নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মমতা সরকারের আপত্তিকে গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ এগুলি সবই কেন্দ্রীয় আইন। এভাবে কখনও একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। কিংবা কেন্দ্রীয় আইন কার্যকর করা হবে কিনা তাও সিদ্ধান্ত নিতে পারে না বলে জানিয়েছেন তিনি। 

পাশাপাশি এনআরসি, সিএএ'র পাশাপাশি রাজ্যে ন্যাশনাল পুপলেশন রেজিস্টার (এনপিআর) তৈরির কাজও ব'ন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিষয়টি অ'বৈ'ধ বলেই মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

ন্যাশনাল পুপলেশন রেজিস্টার অর্থাত্‍ এনপিআর দ্রুত করতে চায় মোদি সরকার। কারণ কেন্দ্রীয় সরকার চায় দ্রুত দেশের নাগরিকদের তালিকা তৈরি করতে। আর তা হলে দ্রুত এনআরসি'র কাজ শুরুর পক্ষে মোদি সরকার। শ'র'ণা'র্থীরা যাতে এনআরসিতে বাদ না পড়েন, তার জন্য সদ্য সমাপ্ত অধিবেশনেই নাগরিকত্ব আইনে সং'শো'ধ'নী আনে সরকার। 

ইতিমধ্যে বিষয়টি নিয়ে গোটা দেশজুড়ে প্র'তিবা'দের আ'গু'ন জ্ব'লতে শুরু করেছে। বিজেপি ধর্মীয় মে'রুক'রণের রাজনীতি করছে, এমনটাই অভিযোগ বি'রো'ধী দলগুলির। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনও এনআরসি-সিএবি হবে না। আর তা হলে তার মৃ'তদেহের উপর দিয়ে করতে হবে। 

তৃণমূল নেত্রীর সেই বক্তব্য প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে অমিত শাহ জানিয়েছেন, ''বিষয়টি এত গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই। সিএএ ও এনআরসি কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। প্রতিটি রাজ্য তা বাস্তবায়নে বাধ্য। দিনক্ষণ এখনও ঠিক না হলেও কেন্দ্র ওই আইন গোটা দেশে প্রয়োগ করতে ব'দ্ধপরিকর।'' সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে