আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের হিন্দুদের এনআরসি নিয়ে বিন্দুমাত্র শ'ঙ্কি'ত হওয়ার কোনও কারণ নেই। শুধু হিন্দুই নয়, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান শ'র'ণা'র্থীদেরও এনআরসি-র মাধ্যমে ভারত ছাড়া হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে পশ্চিমবঙ্গে অবশ্যই এনআরসি হবে। এনআরসির আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে নেবে মোদি সরকার বলে মন্তব্য করেন অমিত শাহ।
রাজ্যজোড়া এনআরসি ভী'তির আবহে আজ থেকে তিন মাস আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাশাপাশি এনআরসি ইস্যুতে মমতা ব্যানার্জী মি'থ্যাচার করছেন বলেও অ'ভিযো'গ করেছিলেন শাহ। তিন মাস আগের সেই বক্তব্যই আজ সত্যি হতে চলেছে। রাজ্যসভা ও লোকসভায় নতুন নাগরিকত্ব বিল পাশের মধ্য দিয়ে বিজেপির মনকামনাই পূর্ণতা পাওয়ার পথে।
সেদিন অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে বাংলায় মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপি কর্মীদের বলছি, আপনারা বাড়ি বাড়ি গিয়ে বোঝান মানুষকে। এনআরসি নিয়ে মমতা মি'থ্যা'চার করছেন। উনি বলেছেন, লাখো লাখো হিন্দু শ'র'ণা'র্থীকে তা'ড়া'নো হবে। আমি বলছি, কোনও হিন্দু শ'র'ণার্থীকে ভারত ছাড়া করা হবে না।