আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যু'দ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
বুধবার তিনি জানান, লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের সঙ্গে যু'দ্ধবিরতি ভেঙ্গে যে কোনো সময় যু'দ্ধ বেঁধে যেতে পারে এবং এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি। কাশ্মীরের স্বশাসনের অধিকার বা'তিলের পর দুই দেশের মধ্যে সী'মা'ন্তে উ'ত্ত'প্ত অবস্থা বিরাজ করছে।
এরইমধ্যে বেশ কয়েক দফা ছোটো সং'ঘ'র্ষে জরিয়েছে উভয় দেশের সেনারা। তবে সেটি পূর্নাঙ্গ যু'দ্ধে রূপ নেয়নি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি গত মাসে লোক সভায় জানিয়েছেন, আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে লাইন অব কন্ট্রোলে ৯৫০ বার যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করা হয়েছে।