বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৩:৩৩

এবার হিন্দুদের পথে নামাচ্ছে বিজেপি

এবার হিন্দুদের পথে নামাচ্ছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : একটি ইট আর ১১ টাকা দিন! অযোধ্যায় রামমন্দিরের জন্য দেশের সব নাগরিকের কাছে হাত পাতছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এগারো কেন? দশ নয় কেন? বিজেপির যুক্তি, আগে পিছে সংখ্যাটি যাই হোক, ওই এক টাকাতেই ষোলোআনা মনোবাঞ্ছা পূরণ হয়। 

সংশোধিত নাগরিকত্ব আইনের বিপক্ষে সারাদেশে আন্দোলনের মুখে নিজের রাজ্য গুজরাত সফরও বাতিল করতে হচ্ছে অমিত শাহকে। কিন্তু ঘটা করে বলছেন, অযোধ্যায় গগনচুম্বি রামমন্দির হবে। চার মাসের মধ্যে শুরু হবে সে কাজ। আর এই মন্দিরের জন্য সররকার কোনও টাকা খরচ করবে না। আমজনতার থেকেই চাওয়া হবে মন্দির গড়ার অর্থ। 

যেমন বলা, তেমনই কাজ। অমিত শাহও বললেন, যোগীও সঙ্গে সঙ্গে চাঁদা চাইলেন। কিন্তু অযোধ্যাকে ঘিরে গেরুয়া শিবিরের এই তৎপরতা নিছক মন্দির গড়া নিয়ে ভাবলে ভুল হবে। গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, গত কয়েক দিন ধরেই অযোধ্যা নিয়ে ভোট প্রচারেও ঘনঘন বলছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা। অথচ গত লোকসভাতেও এই নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি। এখন কেন? 

বিজেপি শিবিরের মতে, এটিও হিন্দুত্বের প্রচার। এর মধ্যে সুকৌ'শলে লুকিয়ে আছে সং'শো'ধিত নাগরিকত্ব আইন ঘিরে রাজনীতিও। গত কয়েক দিন ধরেই এই আইনের বি'রো'ধি'তায় বি'ক্ষো'ভ হচ্ছে দেশের নানা প্রান্তে। যাদের না কি 'পোশাক' দেখেই চিনে ফেলছেন মোদী-শাহ। 

অর্থাৎ, বিজেপির শীর্ষ নেতৃত্বের ই'ঙ্গি'ত, মুসলমানরাই তা'ণ্ড'ব চালাচ্ছেন। এর পা'ল্টা কৌ'শ'ল কী হতে পারে? হিন্দুদের পথে নামানো। এ বারে সেই পথেই হাঁটতে চাইছে বিজেপি। ২০০২ সালের পরে মোদীর পক্ষে যে ভাবে প্রচার হয়েছিল, এখন সেটিকেই আবার নতুন করে ঝালানো হচ্ছে।

বিজেপির তথ্য-প্রযুক্তি মোর্চার প্রধান অমিত মালব্য। আজ সকালে অনেকটা 'তোমাকে চাই' গোছের টুইট করলেন, 'বিরোধী দল, পাকিস্তান, সংবাদমাধ্যম, বিশিষ্টজন, অপরাধী, দু'র্নী'তিগ্রস্ত, সকলে মোদীর বি'রু'দ্ধে। কিন্তু সাধারণ মানুষ আপনার পাশে। কারণ, আপনাকে চাই।

কংগ্রেসকে আ'ক্র'মণের নামে হুঁ'শিয়া'রি দিলেন, এক দশকের বেশি সময় ধরে কংগ্রেস দেশের নীরব সংখ্যাগু'রুর ক্ষ'তি করেছে। গেরুয়া স'ন্ত্রা'স ত'ক'মা লাগানো হয়েছে। ১৪ ও ১৯ সালে তারা জ'বা'ব দিয়েছেন। এ বারও দেবেন।

'পাকিস্তান' প্রসঙ্গ তুলে মোদী ইতিমধ্যেই মে'রুক'রণের তাস খেলছেন। চ্যা'লে'ঞ্জ ছুড়ছেন কংগ্রেসকে। আজ যার জবাব দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কিন্তু বিজেপি যে এই বিষয়টি জিইয়ে রাখতে চায়, সে বার্তা দলের নিচু তলার কাছে স্পষ্ট। যে কারণে তারাই বলছে, অযোধ্যার রামমন্দির নির্মাণের চাঁদা তোলার অ'ভিযা'নও আসলে হিন্দুদের সংগঠিত করা। 

রাজ্যে রাজ্যে নাগরিকত্ব আইনের সমর্থনে নামানো হয়েছে ছাত্রদেরও। স'ক্রি'য় আরএসএসের সংগঠনও।  নাগরিকত্ব বিলের সমর্থনে কাল দিল্লির রাজঘাটে অবস্থান করবেন ভিন্‌‌ দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি নি'র্বিশে'ষে অমুসলিমরা। অবশ্যই গেরুয়া শিবির একজোট করেছে এঁদের!  সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে