আন্তর্জাতিক ডেস্ক : দেশের মানুষ কেন্দ্রে শাসক দল বিজেপির একটি শক্তিশালী ও স্থায়ী বিকল্প চাইছেন। তবে সেই জোট গড়ে তোলার জন্য নেতাদের একটু বেশি সময় দেশে থাকতে হবে। এমনটাই মনে করেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা শারদ পাওয়ার।
জাতীয় স্তরে এনডিএ-র কোনও বিকল্প রাজনৈতিক জোট গড়ার তোড়জোড় চলছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বৃহস্পতিবার শারদ বলেন, দেশের কোনও কোনও অংশে বিজেপি ও তার জোট শরিকদের বি'রু'দ্ধে অ'সন্তো'ষ বাড়ার ই'ঙ্গি'ত মিলতে শুরু করেছে। মানুষ একটা পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনের জন্য একটি যথোপযুক্ত বিকল্প দরকার। তাকে শক্তিশালী তো হতে হবেই, স্থায়ীও হতে হবে।
এর পর অবশ্য নাম উল্লেখ না করে কংগ্রেস নেতা রাহুল গাঁন্ধীকে কিছুটা খোঁ'চা দেন এনসিপি সুপ্রিমো। সং'শো'ধিত নাগরিকত্ব আ'ইনের বি'রু'দ্ধে দেশজুড়ে তু'মু'ল প্র'তিবা'দ, বিক্ষো'ভের সময় রাহুল কী ভাবে সেই সব ছেড়ে ছুড়ে দক্ষিণ কোরিয়া সফরে গেলেন, তা নিয়ে ইতিমধ্যেই কথা চালাচালি শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সম্ভবত সে কথা মাথায় রেখেই এ দিন শারদ বলেন, বি'ক'ল্প জোট গড়ে তোলার জন্য নেতাদের দেশে আরও বেশি করে সময় দিতে হবে। দেশে থাকতে হবে বেশি। মনে হচ্ছে, বিজেপি-বিরো'ধী দলগুলি এ বার কাছাকাছি আসতে চাইছে। অন্তত কয়েকটি সাধারণ ইস্যুতে। তাই বিরো'ধীদের সংগঠিত করতে নেতাদের দেশে থেকে সময় আরও বেশি দিতে হবে। সূত্র : এবিপি