আন্তর্জাতিক ডেস্ক : সং'শো'ধিত নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে উ'ত্তা'ল সারা ভারত। এই আইনের বি'রু'দ্ধে পথে নেমেছে সারা দেশের মানুষ। উত্তরপ্রদেশের লখনউয়ের রাস্তাতেও নেমেছে প্র'তিবা'দী আন্দো'লনকারীরা। কিন্তু সেই প্র'তিবা'দ ভ'য়'ঙ্ক'র রূপ নেয়।
পুলিশের দাবি, প্র'তিবা'দী জনতার তরফ থেকে তাদের দিকে পাথর ছোঁ'ড়া হয়, জ্বা'লিয়ে দেওয়া হয় বহু গাড়ি, সরকারি বাস ও ফায়ার সার্ভিসের গাড়ি। এই প'রিস্থি'তি সামাল দিতে লা'ঠিচা'র্জ করে পুলিশ। এবার এই অবস্থা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংবাদ সংস্থা এএনআই-এর কাছে যোগী বলেন, 'আমি এই নিয়ে একটি বৈঠক করব। প্র'তিবা'দের নামে কেউ হিং'সা ছড়াতে পারে না। আমরা এর বি'রু'দ্ধে ক'ড়া পদক্ষেপ করব। যে সমস্ত দো'ষীরা ধ'রা পড়বে তাদের সম্পত্তি বাজে'য়াপ্ত করা হবে এবং সাধারণ মানুষের স'ম্প'ত্তি ধ্বংস করার জন্য তাদের ক্ষ'তিপূরণ দিতে হবে।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই দিল্লির বেশ কিছু এলাকায় ব'ন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্র'তিবা'দীদের দাবি, পূর্বপরিকল্পিত এই মিছিলে ব্যা'ঘা'ত তৈরি করতেই ইন্টারনেট পরিষেবা ব'ন্ধ করা হয়েছে। এয়ারটেলের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে কলিং ও এসএমএস পরিষেবাও ব'ন্ধ রাখা হয়েছে।
রাজধানীর রাজপথে সকাল থেকেই প্র'তিবা'দ মিছিল শুরু হওয়ায় রাস্তা জুড়ে জ্যাম শুরু হয়েছে। ফলে অফিসযাত্রীরা বি'পাকে পড়েছেন যাতায়াতের পথে। দিল্লি গুরুগ্রাম সীমান্তে এই প্র'তিবা'দের জেরে অ'শান্তি সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে লাল কেল্লা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
শুধু রাস্তায় যাতায়াতই নয়। মেট্রো চলাচলও ব্যাহত হয়েছে রাজধানীতে। দিল্লি মেট্রো টুইট করে জানিয়েছে, ১৮টি স্টেশনের এন্ট্রি ও এক্সিট গেট বন্ধ করে দেওয়া হয়েছে।