আন্তর্জতিক ডেস্ক : সম্প্রতি ভারতে বি'তর্কি'ত এনআরসি আইনের প্র'তিবাদে আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বি'ক্ষোভ চলছে। ১৪৪ ধারা ভে'ঙেই রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ।
এ ব্যাপারে ভারতের গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই উ'ত্ত'প্ত হয়ে উঠে দিল্লির লালকেল্লা এলাকাসহ বেশ কিছু এলাকা। প্র'তিবাদ-বি'ক্ষো'ভ চলছে বেঙ্গালুরু, হায়দরাবাদেও। এরই মধ্যে আট'ক করা হয়েছে অনেককেই।
এদিকে দিল্লিতে সকালের দিকে ১৪৪ ধারা ভে'ঙে বি'ক্ষুব্ধ'রা জমায়েত হতে থাকলে পুলিশের সঙ্গে সং'ঘর্ষ বাঁ'ধে। পরে বি'ক্ষু'ব্ধ বেশ কয়েকজনকে আ'টক করা হয়। এতে পরিস্থি'তি আরও উ'ত্ত'প্ত হয়ে ওঠে। অপ্রী'তিকর প'রিস্থি'তি এড়াতে দিল্লিতে এ দিন ১৬টি মেট্রো স্টেশন ব'ন্ধ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ১৪৪ ধারা ভে'ঙেই বি'ক্ষোভ চলছে বেঙ্গালুরুতেও। বি'ক্ষোভে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রথিতযশা ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। পুলিশ তাকেসহ বেশ কয়েকজন বি'ক্ষোভ'কারীকে আট'ক করেছে।
এ ব্যাপারে রামচন্দ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘সাংবাদমাধ্যমে সংবিধান নিয়ে বক্তব্য দেয়ার সময় আমাকে আটক করে পুলিশ। আমার হাতে গান্ধীজির (মহাত্মা গান্ধী) একটা প্ল্যাকার্ড ছিল।’ দেশে কি তাহলে স্বৈরতন্ত্র চলছে?- প্রশ্ন রাখেন এ ইতিহাসবিদ।