শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭:০০

ঝাড়খণ্ডে এগিয়ে কংগ্রেস-জেএমএম, অনেক পিছিয়ে বিজেপি

ঝাড়খণ্ডে এগিয়ে কংগ্রেস-জেএমএম, অনেক পিছিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোল এক্সিট পোল রেজাল্ট বলছে, বিজেপি পেতে পারে ২৫-৩০টি আসন, জেএমএম-কংগ্রেস জোট পাচ্ছে ৪৪ থেকে ৫০টি আসন।

এক্সিট পোল রেজাল্ট বলছে, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা ও অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পেতে পারে ২-৪ ও ৩-৫টি করে আসন। ৪ থেকে ৭টি আসন অন্যান্যদের মধ্যে ভাগ হয়ে যাবে।

ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা বলছে, ঝাড়খণ্ড বিধানসভায় কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দল জোট পাচ্ছে ৩৫টি আসন, বিজেপি পেতে পারে ৩২টি আসন।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৫টি আসন পায়। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের পাঁচ বিধায়ককে সঙ্গে নিয়ে সরকার গঠন করে গেরুয়া শিবির। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৭টি ও কংগ্রেস ৬টি আসন পায়। গত ২০১৯ লোকসভা ভোটেই এই রাজ্য থেকে ১৪টি আসনের মধ্যে এনডিএ একাই ১২টি আসনে জয়লাভ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে