শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ০১:২২:৫৬

নাগরিকত্ব আইন নিয়ে ভারতকে যে বার্তা দিল আমেরিকা

নাগরিকত্ব আইন নিয়ে ভারতকে যে বার্তা দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই ভারত উত্তা'ল বিক্ষো'ভে। বার্তা দিয়েছে আমেরিকাও। এবার ভারতের পাশে থাকার কথা বললেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।

মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও জানিয়েছেন, আমেরিকা ভারতের গণতান্ত্রিক প্রক্রি'য়াকে সম্মান করে। কারণ সংখ্যাল'ঘু এবং ধর্মীয় অধিকার র'ক্ষা করার জন্য দেশে যে 'বলি'ষ্ঠ বিত'র্ক'' চলছে, তার পরিবেশ সুনি'শ্চিত করেছে ভারত।

আমেরিকা ও ভারতের মধ্যে 'টু প্লাস টু' বৈঠকের শেষে এমন মন্ত'ব্য করেন পম্পেও। প্রথমে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পম্পেও। পরে যোগ দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এস্পার। 

এই বৈঠক শেষে পম্পে বলেন, 'সর্বত্র সংখ্যাল'ঘু এবং ধর্মীয় অধি'কার রক্ষা'য় আমরা সর্বদা তত্‍'পর। সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতে ব্যাপক বি'ত'র্ক চলছে। এই বি'ত'র্কের জন্য ভারতীয় গণতন্ত্রকে আমরা সম্মান করি।'

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়শঙ্করও বলেন, 'আপনারা ভারতের বিষয় নিয়ে প্রশ্ন করছেন। এই নয়া আইন নিয়ে তৈরি হওয়া বি'ত'র্ককে আপনারা যদি ভাল করে খেয়াল করেন, তা হলে আপনারা দেখতে পাবেন, এটি কিছু নির্দিষ্ট দেশে ধর্মীয় কারণে নি'পী'ড়নের শিকা'র হওয়া সংখ্যাল'ঘুদের সুরাহার জন্যই করা হয়েছে।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, সং'শো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের অবস্থান মার্কিন কংগ্রেসের সদস্যদের সামনেও তুলে ধরেছেন জয়শঙ্কর। এর আগে শান্তি'পূর্ণ মিছি'লের অধিকার যেন খ'র্ব না হয় সে বিষয়ে কেন্দ্রকে সুনি'শ্চিত করতে অনুরোধ জানায় ওয়াশিংটন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে