আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে পুরো মুসলিম বিশ্ব সং'কটের মধ্যে রয়েছে বলে মন্ত'ব্য করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘সারা বিশ্বে মুসলিম দেশ গুলো ধ্বং'স করা হচ্ছে, মুসলমানদের নিজ দেশ থেকে পালাতে বা'ধ্য করা হচ্ছে। তারা শর'ণার্থী হয়ে অমুসলিম রাষ্ট্রে আ'শ্রয় নিচ্ছে। এটা সত্যিই দুঃখজ'নক।’
কুয়ালালামপুরে এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওদিকে, মুসলিম দেশগুলোর দুর্দশায় ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির নিস্ক্রিয়তার তী'ব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর মুসলিম বিশ্বকে মার্কিন স'ন্ত্রা'সের বিরু'দ্ধে ঐক্য'বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে চার দিনব্যাপী মুসলিম সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২০টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো নানা সংক'টে রয়েছে। সংক'ট উত্ত'রণে বাস্তবায়নযোগ্য সমাধান বের করতে নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি।
এদিকে, সং'কটের জন্য মুসলিম সংস্থাগুলোর নি'ষ্ক্রিয়'তাকেই দায়ী করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সংস্থার স্থায়ী পাঁচটি দেশ বিশ্বের ১৭০ কোটি মুসলমানের প্রতিনি'ধিত্ব করতে পারে না।
এরদোয়ান বলেন, 'আমরা কখনো তাদের কাছে মাথা নতো করবো না। তারা যতো আমাদেরকে দম'ন করার চেষ্টা করবে আমরা ততই শক্তিশালী হবো। বিশ্ব ঐ পাঁচটা দেশের চেয়ে অনেক বড়।'
সম্মেলনে সৌদি আরব যোগ না দিয়ে উ'ল্টো সম্মেলন আয়োজনের নি'ন্দা করেছে। পাকিস্তানও সম্মেলন থেকে নাম প্রত্যা'হার করে নিয়েছে। মিত্র সৌদি আরবের চা'পেই পাকিস্তান এটা করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লে'ষকরা।