বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫, ১১:০৬:০৭

বিয়ে করে শ্বশুর-শাশুড়ি-নববধূর সঙ্গে কারাগারে জামাই

বিয়ে করে শ্বশুর-শাশুড়ি-নববধূর সঙ্গে কারাগারে জামাই

আন্তর্জাতিক ডেস্ক : অল্প বয়সে বিয়ের খেসারত দিচ্ছে বর-বধূ আর শ্বশুর-শাশুড়ি। ঘটনা জানতে পেরে বিডিও পুলিশ দিয়ে গ্রেফতার করান বর-বধূসহ মেয়ের বাবা-মাকে ৷ বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক নাবালিকাকে হোমে পাঠিয়ে বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন ৷ নাবালিকা মেয়ের বিয়ে দিয়েছিল গরিব বাবা ৷ পরদিনই গ্রামবাসী মারফত জানতে পেরে বিডিও পুলিশ দিয়ে গ্রেফতার করান বর-বধূসহ মেয়ের বাবা-মাকে ৷ গত বছর ভারতের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের লক্ষ্ণীপুর গ্রামের এক যুবতীর বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশে। ওই যুবতী সম্প্রতি গ্রামে ফেরেন ৷ যুবতী ও তার স্বামীর সঙ্গে সেখানকার এক প্রতিবেশী যুবক মহাবীর সিং (২২) লক্ষ্ণীপুরে আসেন৷ মহাবীরকে দেখে গ্রামের গরিব এক কৃষক পরিবারের পছন্দ হয়ে যায় জামাই হিসেবে৷ কমলরঞ্জন খাঁ নামে ওই কৃষক নিজের মেয়ে অনিতা খাঁর (১৬) সঙ্গে তার বিয়ে দিয়ে দেন গত সোমবার ৷ বিয়ের পর শ্বশুরবাড়িতেই ছিল মেয়ে-জামাই ৷ এরই মধ্যে নাবালিকার বিয়ে হয়েছে গ্রামে এ খবর মঙ্গলবার পান চন্দ্রকোনা-১ ব্লকের বিডিও সুরজিত ভড়৷ তিনি বুধবার সন্ধ্যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ নিয়ে লক্ষ্ণীপুর গ্রামে হাজির হন। কমলরঞ্জন খাঁর বাড়িতে প্রবেশ করে পুলিশ নববধূ অনিতা, বর মহাবীরসহ কমলরঞ্জন ও তার স্ত্রী সরস্বতী খাঁকে গ্রেফতার করে৷ নাবালিকা বিয়ে দেয়ার অপরাধে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হয়৷ বিচারক সেখানে নাবালিকা অনিতাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়ে বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ৷ ২৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে