রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮:২০

গুগল প্রধান সুন্দর পিচাইয়ের বেতন ২০০০ কোটি টাকা!

গুগল প্রধান সুন্দর পিচাইয়ের বেতন ২০০০ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : গুগল প্রধান সুন্দর পিচাই ২০২০ সাল থেকে বছরে ২ মিলিয়ন ডলার বেতন পেতে চলেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি টাকা। এছাড়াও আগামী দুই বছর কাজ করার চুক্তি পূরণ করলে মোট ২৪০ মিলিয়ন ডলার বেতন হিসাবে পাবেন সুন্দর।

গুগলের সিইও থেকে যাত্রা শুরু করেন এই ভারতীয়। গুগলের সিইও হওয়ায় পাশাপাশি চলতি বছরেই তিনি মার্কিন বহুজাতিক সংস্থা এ্যালফ্যাবেটেরও সিইও হয়েছেন। সুন্দরের নয়া বেতন বৃদ্ধির বিষয়টা শুক্রবার এ্যালফ্যাবেট একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে আনে। 

আগামী বছরে জানুয়ারির পয়লা তারিখ থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে জানা যাচ্ছে। বহাল থাকবে ২০২২ সালের ১৯ সে ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও আগামী ২০২২ সাল পর্যন্ত বছরে ১২০ মিলিয়ন মার্কিন ডলার ভাতা স্বরূপ দেওয়া হবে পিচাইকে। তবে তার জন্য এ্যালফ্যাবেটেই ২০২২ সাল পর্যন্ত চাকরি করতে হবে তাকে।

এ্যালফ্যাবেট এত বছরে কোনও কর্মচারীকেই এত টাকা পারিশ্রমিক হিসাবে দেয়নি বলে সূত্রের খবর। পিচাই এ্যালফ্যাবেটের সিইও পদে যোগদান করার পরেই নাকি কোম্পানির মুনাফা লাভের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সুন্দরকে এই ভাতা পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে