রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৬:১৭

নাগরিকত্ব আইন বাস্তবায়নে বাধা দিলে আসামের মতো বাংলাতেও গু'লি চলবে : বিজেপি মন্ত্রী

নাগরিকত্ব আইন বাস্তবায়নে বাধা দিলে আসামের মতো বাংলাতেও গু'লি চলবে : বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে মমতা ব্যানার্জী যে মিছিল বি'ক্ষো'ভ দেখাচ্ছেন তার বিরো'ধিতা করতে গিয়ে ফের বেলাগাম হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার বাঁকুড়াতে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল করে সভা করে বিজেপি।

সেখানে মুখ্যমন্ত্রীকে আ'ক্র'ম'ণ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, অ'বৈ'ধ মুসলিমরাই মুখ্যমন্ত্রীর ও তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স বাড়ায়। অ'নুপ্রবে'শকারী মুসলিমদের তা'ড়িয়ে দেওয়া হলে তাদের ভোট কমে যাবে। সেই কারণে ভোট বাক্সর কথা ভেবে নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে নেমেছেন মুখ্যমন্ত্রী।

দিলীপ ঘোষ বলেন, মানুষের জন্য নয়, ভোট বাক্সর কথা ভেবে তিনি এখন বিক্ষো'ভ দেখাচ্ছেন। কারণ তিনি জানেন মুসলমানরা এই দেশে না থাকলে কেউ তাকে ভোট দেবেন না।" 

এই দিন তিনি বিজেপি নেতা তথা কেন্দ্রের মন্ত্রী সুরেশ অঙ্গাদিকে সমর্থন করে বলেন, আসামে গু'লি চলেছে। বাংলাতে যেখানে অ'শা'ন্তি হবে সেখানেও গু'লি চলবে। সরকারি সম্পত্তি ন'ষ্ট করলেই ম'রতে হবে। সব জায়গা তে ব'ন্দু'ক চলবে। কত জায়গাতে মুখ্যমন্ত্রী যাবেন?

এই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, ২০০১ এ এখনকার মুখ্যমন্ত্রী সাবেক হয়ে যাবেন ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন। এই রাজ্যেও নাগরিকত্ব আইন চালু করা হবে। নাগরিকত্ব আইনের সমর্থনে এদিন বাঁকুড়া শহরে হিন্দি স্কুল মাঠ থেকে তামলিবাঁধ অবধি মিছিল বের করে বিজেপি। তার পর সেখানে সভা করে বিজেপি ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে