রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ০১:৩৪:২২

আকাশপথ ছেড়ে মধ্যরাতে যশোর রোডে বিমান! রাতের শহরে হ'ইচ'ই

আকাশপথ ছেড়ে মধ্যরাতে যশোর রোডে বিমান! রাতের শহরে হ'ইচ'ই

আন্তর্জতিক ডেস্ক : আকাশপথের বিমান হঠাৎ সড়কে দেখে অ'বাক শহরাসী। মুহূ'র্তেই রাতের শহরে হ'ই'চই পড়ে যায়। সবার একটাই প্রশ্ন-সড়কে বিমান কেন? শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর রোডে এমন দৃশ্য দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, একটি ট্রাকে করে বিমানটি নেয়া হচ্ছিল যশোর রোড ধরে। এয়ার ইন্ডিয়ার বিমান ছিল এটি। ডাক বিভাগের ভারতীয় ছাপ দেয়া রয়েছে তাতে।

বিমানটি নিয়ে ট্রাকটি চলছিল রাস্তা ধরে। এক পর্যায়ে রাস্তা পেরোতে গিয়ে ট্রাকটি ডিভাইডারে আটকে যায়। এতে বি'পত্তি আরও বেড়ে যায়। দুটি লেন আটকে যাওয়ায় মাধরাতেই যানজট তৈরি হয় যশোর রোডে। হিমশিম দশা পুলিশেরও।

এরপর বিমানবন্দর থেকে দুটি ক্রেন নিয়ে আসা হয়। সেটি দিয়ে ট্রাকটির পেছনের ভাগ তুলে বিমানবন্দরের রাস্তার দিকে ঘোরানো হয়। মোটামুটি ঘণ্টা তিনেক সময় ধরে এই কসরত চলে। যার জেরে দীর্ঘ যানজট সৃষ্টি মধ্যরাতে।

বিমানটি ভারতীয় ডাক বিভাগের বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। এটি এয়ার ইন্ডিয়ার বোয়িং। জানা গেছে, অনেকদিন আগেই বাতিল করা হয়েছিল বিমানটিকে। একটি বেসরকারি সংস্থার কাছে বিমানটি বিক্রি করা হয়েছিল। এদিনই হ্যাঙার থেকে নামিয়ে সেটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে