তুরস্কে নৌকাডুবি, নিহত ১৮ শরণার্থী
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আজিয়ান সাগরে নৌকাডুবিতে নিহত ১৮ শরণার্থী। এরা সকলেই আশ্রয়ের খোঁজে গ্রিসে যাচ্ছিলেন। তুরস্কের উপকূলরক্ষী বাহিনী বেশ কয়েকটি দেহ উদ্ধার করেছে যার মধ্যে শিশুও রয়েছে। এখনও নিখোঁজ দুজন।
কাঠের নৌকাটিতে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী উঠে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক শাখা ও শরণার্থীদের আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ এক সপ্তাহেই প্রায় ১০ লক্ষ শরণার্থী প্রাণ বাঁচাতে ইউরোপে প্রবেশ করেছেন।
যার মধ্যে প্রায় ৮০ হাজার প্রবেশ করেছেন গ্রিসে। সিরিয়া থেকে আশা উদ্বাস্তুদের বেশিরভাগকেই স্থান দিচ্ছে তুরস্ক। সেখান থেকেই শেষ পর্যন্ত ইউরোপের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে শরণার্থীরা।
২৫ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস