সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:১৪:৪৫

অন্ধ্রপ্রদেশে কোনও অবস্থাতেই এনআরসি করতে দেবেন না মুখ্যমন্ত্রী জগন

অন্ধ্রপ্রদেশে কোনও অবস্থাতেই এনআরসি করতে দেবেন না মুখ্যমন্ত্রী জগন

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে এ বার বিরো'ধিতায় শামিল হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। কোনও পরিস্থিতিতেই রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে জানিয়ে দিলেন তিনি।

সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির-র বি'রু'দ্ধে গত কয়েক দিন ধরেই বিক্ষো'ভ চলছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যেই এনআরসির বিরো'ধিতায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, দিল্লিসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই তালিকায় নয়া সংযোজন জগনমোহন রেড্ডি।

সোমবার কাডাপায় একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জগন। সেখানে তিনি বলেন, ''এনআরসি নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিলেন সংখ্যাল'ঘু ভাইরা। জানিয়ে রাখি, আমরা এনআরসির বি'রু'দ্ধে। কোনও অবস্থাতেই অন্ধ্রপ্রদেশে এনআরসি করতে দেব না।''

গত সপ্তাহেই এনআরসি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন জগনের ডেপুটি আজমথ বাশা শেখ ব্যাপারী। তার সঙ্গে পরামর্শ করেই এ তিনি এ নিয়ে মুখ খুলেছিলেন বলে এ দিন নিশ্চিত করেন জগন।

এর আগে, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে ভোট দিয়েছিল জগন মোহনের ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তা নিয়ে এ দিন কোনও মন্তব্য করেননি তিনি। তবে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমর্থন জানানোনিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে