আন্তর্জাতিক ডেস্ক : অ'সু'স্থ হয়ে চালক জ্ঞান হারানোর পর যাত্রীবাহী ট্রাম গাড়িটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল কোন স্টপে না থেমে। আ'তং'কিত যাত্রীরা পুলিশের কাছে ফোন করে সাহায্য চাইছিলেন।
এরকম পরিস্থিতিতে যে 'ইমার্জেন্সী ব্রেক' কাজ করার কথা, সেটিও বি'ক'ল হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দু'জন যাত্রী চালকের কেবিনে ঢুকে ট্রামটিকে থামাতে স'ক্ষ'ম হন।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বনে গত রবিবার এই ঘটনা ঘটেছে। ট্রামের চালক হঠাৎ অ'সু'স্থ হয়ে তার নিজের আসনেই অ'জ্ঞা'ন হয়ে পড়েন। এরপর কোন স্টেশনেই না থেমে ট্রামটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল।
ট্রামের যাত্রীরা তখন আ'তং'কিত হয়ে পড়েন। তারা ইমার্জেন্সী নম্বরে ফোন করতে থাকেন। এরপর দুজন যাত্রী দরজা ভেঙ্গে তখন ট্রামের চালকের কেবিনে ঢোকেন। সেখানে তারা দেখেন, চালক পড়ে আছেন, তার কোন সাড়া মিলছে না।
এক মহিলা যাত্রী এরপর ট্রাম কোম্পানিতে ফোন করেন কিভাবে ট্রামটি থামানো যায় তার উপায় জানার জন্য। এরপর যাত্রীরা ট্রামটিকে শেষ পর্যন্ত থামাতে স'ক্ষ'ম হন।
বনের মেয়র অশোক শ্রীধরন স্থানীয় একটি সংবাদপত্রকে জানান, "এরকম বি'প'দজনক পরিস্থিতিতে যাত্রীদের যা করা উচিৎ ছিল, তারা তাই করেছেন। তারা অনেকের জীবন বাঁচিয়েছেন।"