সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৪২:৪১

ভারতের কারাগারে ব'ন্দী অবস্থায় কাশ্মীরি নেতার মৃ'ত্যু

ভারতের কারাগারে ব'ন্দী অবস্থায় কাশ্মীরি নেতার মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ৪ মাসেরও বেশি সময় ধরে কারাগারে ব'ন্দী অবস্থায় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামিয়ার নেতা গোলাম মোহাম্মদ ভাটের মৃ'ত্যু হয়েছে। 

শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদের একটি কারাগারে মৃ'ত্যুর পর রবিবার বিমানে করে তার ম'রদে'হ শ্রীনগরে নেয়া হয়। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বা'তি'ল করে ভারত সরকার।

জম্মু-কাশ্মীর ও লাদাখ, দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়। সেসময় উপত্যকার কয়েকশ' নেতা-কর্মীর সঙ্গে গ্রে'ফ'তার করা হয় গোলাম মোহাম্মদ ভাটকেও। তার বি'রু'দ্ধে জননিরাপত্তা আইন প্রয়োগ করে এলাহাবাদের নৈনি সেন্ট্রাল জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে।

সেই থেকে ওই জেলেই ব'ন্দী ছিলেন গোলাম মোহাম্মদ। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তার ওপর ওই আইন কার্যকর থাকার কথা ছিল। তার আগেই শনিবার বিকেল ৪টায় মা'রা যান তিনি।

উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানসহ ভারতের একাধিক কারাগারে এই মু'হূর্তে প্রায় ৩০০ কাশ্মীরি রাজনৈতিক ব'ন্দী রয়েছেন। রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকেও ব'ন্দী করে রাখা হয়েছে। আগস্টের পর থেকে চার হাজার নেতাকর্মীকে গ্রে'ফ'তার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে